মদীনা পাবলিকেশান্স এই উপমহাদেশের প্রাচীন পুস্তক প্রকাশনী গুলোর মাঝে অন্যতম একটি প্রতিষ্ঠান ।
এই প্রকাশনী প্রতিষ্ঠানটির স্বত্যাধীকারি দেশবরেন্য আলেমে দ্বীন এবং প্রবীণ সহিত্যিক সাংবাদিক বিশিষ্ঠ লেখক ও মাসিক মদীনা সম্পাদক জনাব মাওলানা মুহিউদ্দীন খান । তিনি এই প্রতিষ্ঠানটি ১৯৬১ সাল থেকে অত্যন্ত পরিশ্রম মেধা এবং সফলতার সাথে এই পর্যন্ত পরিচালনা করে এসেছেন আলহামদুলিল্লাহ । তাঁর প্রকাশিত এবং অনূদিত অসংখ্য গুরুত্বপূর্ণ ধর্মীয় পুস্তক যথা- আল কুরআন, সীরাত ও হাদীস বিষয়ক, ইসলামী শিক্ষা-সংস্কৃতি ও গবেষণামূলক বই এই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সেগুলোর মাঝে বিশেষকরে বাংলায় অনূদিত সংক্ষিপ্ত তাফসীরে মারেফুল কোরআন, ওসওয়ায়ে রাসূলে আকরাম (সা), প্রিয় নবীজীর অন্তরঙ্গ জীবন, শাওয়াহেদুন নবুওয়ত, সীরাতুন্ নবী (সা), খাসায়েসুল কুবরা, সীরাতে রাসূলে আকরাম (সা), নূরুল ঈমান, প্রিয়তম নবীর (সা) প্রিয় সুন্নতসমূহ , খাযায়েনুল ইরফান , এহইয়াউ উলুমিদ্দীন ১ম-৫ম খন্ড, আযাদী আন্দোলন-১৮৫৭ , কুড়ানো মানিক ১ম-৫ম খন্ড, জীবন সায়াহ্নে মানবতার রূপ ইত্যাদি উল্লেখযোগ্য । এছারাও বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশ্নোত্তর ও তার শরীয়াহ ভিত্তিক জবাব সমূহের গ্রন্হ এবং আরবী বাংলা অভিধান রয়েছে ।
মদীনা পাবলিকেশান্স এবং মাওলানা মুহিউদ্দীন খান এর যৌথ প্রচেষ্ঠায় বাংলা ভাষায় সমৃদ্ধ সীরাত চর্চা এবং বহু ইসলামী ইতিহাস ঐতিহ্য ও জ্ঞান গবেষনা মূলক পুস্তক ও এর পাঠাক-পাঠিকা এবং লেখক-লেখিকা তৈরী হয়েছে । তাছাড়া মদীনা পাবলিকেশান্স এর রয়েছে সমকালিন ও আর্ন্তজাতিক পর্যায়ের দেশী বিদেশী স্বনামধন্য লেখক গবেষক ও বহু উচু মর্যাদার আলেমে দ্বীনগণের গ্রন্হসমূহ । পুস্তক সম্পর্কিত সংগঠণ এবং স্বামাজিক ও আর্ন্তজাতিক পর্যায়ের বই মেলা সহ বিভিন্ন মুখি কার্যক্রমে অংশ গ্রহন করে আসছে প্রতিষ্ঠানটি ।
মদীনা পাবলিকেশান্স এর মূল্যবান গ্রন্হসমূহ এদেশের সর্ব সাধারণ ধর্মপ্রান মুসলমান, আলেম সমাজ, শিক্ষার্থী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং দেশ-বিদেশের বিভিন্ন ধর্মীয় শিক্ষালয় সহ সকল স্তরের মানুষের কাছে সমাদৃত এবং অনেকের দৈনন্দিন ব্যাক্তিগত পরাশোনার প্রয়োজন মিটিয়ে আসছে ।
সর্বোপরি মদীনা পরিবারের সকল পাঠক-পাঠিকা, লেখক-লেখিকা এবং বিষেশকরে শিক্ষার্থীগণের আগ্রহাতিশয্যে এই পেইজটি খোলা হয়েছে যাতেকরে মদীনা পাবলিকেশান্স এর বই গুলো সহজেই পাঠক-পাঠিকাদের পরিশ্রম লাঘব করে নিজ নিজ গৃহে এবং হাতে হাতে হোম ডেলিভারির মাধ্যমে দ্রুত পৌছে দেয়া সম্ভব হয় । পাঠকগণের পক্ষ থেকে অনকূল সারা পাওয়া গেলে শ্রীঘ্রই এই পেইজটির সম্ভৃদ্ধি সম্ভব হবে ইনশাআল্লাহ । সুতরাং এই পরিকল্পনা পূর্ণ করার তওফিক আল্লাহপাক দিবেন বলে বিশ্বাস করি ।