সৃজনশীল ও মননশীল সাহিত্য প্রকাশের মনোভাব নিয়ে ২০১০ সালে অক্ষর প্রকাশনীর পথচলা শুরু। ইতিমধ্যেই দুই শতাধিক বিষয়ভিত্তিক বই এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে এবং অতি অল্প সময়ের মধ্যে অক্ষর প্রকাশনী পাঠকের নজর কাড়ে। আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে যেসব বিষয়ে বই প্রকাশিত হয় : মুক্তিযুদ্ধ প্রবন্ধ, গবেষণা, কলাম, ইতিহাস, রেফারেন্স, গল্প-উপন্যাস, কবিতা, ছড়া নাটক, শিশু কিশোর সাহিত্য, ভ্রমণ, জীবনী, জ্ঞান বিজ্ঞান, সায়েন্সফিকশন, অনুবাদ, রান্না বিষয়ক ও সৃজনশীল সাহিত্যের সকল বিষয়ের উপর বই প্রকাশ হয়ে থাকে।