অন্য ঘরে অন্য স্বর
ফ্ল্যাপে লিখা কথা অন্য ঘরে অন্য স্বর তীরের মতো ঋজু, ধানীলংকার মতো বদমেজাজী এবং পরনারীর মতো আকর্ষণীয়। এই বইয়ের গদ্য শুকনো, খটখটে, প্রায় সবটাই ডাঙা্, ডাঙার উপরে কচি নরম সবুজ গাছপালা জন্মেছে এমনও মনে হয় না। কোথাও একটু দয়া নেই, জল দাঁড়ায় না- বাস্তব ঠিক যেমনটি, তেমনি আঁকা, ক্যামেরাও এর চেয়ে নিখুঁত ছবি তুলতে পারে না। শ্মশানের মরা পুড়িয়ে পুড়িয়ে চণ্ডালের যে অবস্থা ইলিয়াসেরও তাই। সবক’টি চশমা খুলে বসে আছে অথচ আমাদের সাহিত্যে চশমার তো অন্ত নেই -কোঁৎ কোঁৎ আবেগের চশমা, ধর্মের সম্প্রদায়ের রঙিন চশা কত আছে। ইলিয়াসের খোলা চোখের দৃষ্টি সমকালীনতার মূলটুকু দেখে নেয়, দাঁত নখ সবই বাজপাখির মতো তড়িঘড়ি ও সোজাসুজি , আর সেইটুকুই তিনি লিতে বসে যান।
এই জন্যেই তাঁর লেখায় হাবাঙ্গারামদের প্রেম নেই। দাম্পত্য জীবন, প্রেম প্রীতি,পিতৃভক্তি, বাৎসল্য ইত্যাদির উপরে তিনি যেন বাজ ফেলেছেন। আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-৯৭) সমাজ, ঐতিহ্য ও ইতিহাস-সচেতন একজন শক্তিমান কথাসাহিত্যিক। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর অন্যান্য বই চিলেকোঠার সেপাই , খোঁয়াড়ী। সূচিপত্র* নিরুদ্দেশ যাত্রা* উৎসব* প্রতিশোধ* যোগাযোগ* ফেরারী* অন্য ঘরে অন্য স্বর
- নাম : অন্য ঘরে অন্য স্বর
- লেখক: আখতারুজ্জামান ইলিয়াস
- প্রকাশনী: : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
- ভাষা : bangla





