
রাজশাহী মহানগরী পুলিশ অধ্যাদেশ
১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রয়োগ। — (১) এই আইন রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে ।
(২) ইহা রাজশাহী মহানগরী এলাকায় প্রযোজ্য হইবে ।
২। সংজ্ঞা।— বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
(ক) অধঃস্তন কর্মকর্তা বলিতে সহকারী পুলিশ কমিশনারের অধঃস্তন যেকোন পুলিশ কর্মকর্তা ;
(খ) ঊর্ধ্বতন কর্মকর্তা বলিতে পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার ;
(গ) গবাদিপশু বলিতে হাতী, ঘোড়া, গাধা, খচ্চর, ভেড়া, ছাগল এবং শূকরও ইহার অন্তর্ভুক্ত হইবে ;
(ঘ) জনসাধারণের প্রমোদাগার বলিতে এমন স্থান যেখানে বাদ্য, সংগীত, নৃত্য বা চিত্তবিনোদনমূলক অন্য কোন অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা থাকে এবং যেখানে অর্থ প্রদানের বিনিময়ে জনসাধারণকে প্রবেশাধিকার দেওয়া হয়, এবং ঘোড় দৌে সার্কাস, নাট্যশালা, চলচ্চিত্র গৃহ, সংগীতালয়, বিলিয়ার্ড কক্ষ, শরীর-চর্চা গৃহ, সু বা নৃত্য শাখা ইহার অন্তর্ভুক্ত হইবে
- নাম : রাজশাহী মহানগরী পুলিশ অধ্যাদেশ
- লেখক: এডভোকেট মুহাম্মদ সাইফুল আলম
- প্রকাশনী: : খোশরোজ কিতাব মহল
- পৃষ্ঠা সংখ্যা : 126
- ভাষা : bangla
- ISBN : এডভোকেট মুহাম্মদ সাইফুল আলম
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2009