মা মাটি মুক্তিযুদ্ধ
মা মাটি মুক্তিযুদ্ধ
যে মা তার প্রতিবাদী কিশোর ছেলেটি মুক্তিযুদ্ধে যেতে পারে ভেবে একাত্তোরের এপ্রিল মাসে নারায়নগন্জের বড় মেয়ের বাসায় নিয়ে গৃহবন্ধী করে রেখেছিল, সেই মা’ই বাসা থেকে পালিয়ে যাওয়া ছেলেটি ভারতের মিলিটারী একাডেমী থেকে বিশেষ প্রশিক্ষন নিয়ে ফিরে আসার পরে কোনও কৈফিয়ৎ না চেয়ে নিরবে সার্বক্ষনিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
মুক্তিযুদ্ধে সেই মমতাময়ী মায়ের ভূমিকার কিয়দাংশ তুলে ধরা হয়েছে। এই গল্পের নামকরন সংক্রান্ত শব্দাবলী মা, মাটি ও মুক্তিযুদ্ধ তাত্বিক এবং ব্যবহারিক অর্থে গভীরভাবে সম্পর্কিত, যা সুনির্দিষ্ট মানুষকে সার্বিক অর্থে যাবতীয় নিরাপত্তা প্রদান করে ।
একজন সন্তানের সবচেয়ে নিরাপদ স্হান হল মায়ের আচঁল। কারন, যে কোনও পরিস্হিতিতে একজন মা সর্বদাই তার সন্তানের যে কোনও বিপদে বুক পেতে নিরাপত্তা নিশ্চিত করেন। তদ্রুপ মাটিও তার নৈতিক ভোক্তাকে সম্ভাব্য সকল প্রকার সুবিধাদির যোগান দেয় । অনুরুপ ভাবেই মুক্তিযুদ্ধ একটা জাতীর সার্বভৌম এবং স্বাধীনতা নিশ্চিত করে ।
সে কারনেই মা, মাটি এবং মুক্তিযুদ্ধ শব্দ তিনটি একই সূত্রে গাঁথা । উক্ত শব্দ তিনটির তাত্বিক বিষয়াদি নিয়েই এই বইটি লিখা হয়েছে । নিশ্চয়ই সন্মানিত পাঠকগন গল্পের তাত্বিক এবং নামকরনের বিশেষত্ব অনুধাবন করবেন ।
- নাম : মা মাটি মুক্তিযুদ্ধ
- লেখক: স্কোয়াড্রন লীডার আকম আখতারুজ্জামান খান (অব.)
- প্রকাশনী: : অনুজ প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023