একবিংশ শতাব্দীর ইসলামি আন্দোলন
একবিংশ শতাব্দীর ইসলামী আন্দোলন পরিবর্তিত নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। ফলে তার মৌলিকত্ব ধরে রেখে উপযোগী বাস্তবতার আলোকে পথ চলার যোগ্য হয়ে ওঠার গুরুত্ব বেড়েছে। বর্তমানে বিশ্বব্যবস্থার গতিপথ প্রতিনিয়ত রূপান্তর হচ্ছে। ইন্টারনেটের অবাধ প্রাপ্তি ও সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে পরিস্থিতি হয়ে পড়েছে অস্বাভাবিক গতিশীল। অপরদিকে অত্যাধুনিক সব মারণাস্ত্রের ঝনঝনানিতে কেঁপে চলেছে বিশ্ব। এরমাঝেও থেমে নেই জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রা।
এই পরিস্থিতিতে বিশ্বের ইসলামী আন্দোলন তার ঐতিহ্য ধরে রেখে নানারকম প্রতিকূলতার মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয় বরং এই ভূখণ্ডের চড়াই-উতরাই ত্যাগ কুরবানীর সিলসিলা বিপুল ও প্রবহমান। দীর্ঘ পরিক্রমায় সাফল্যও কম নয়। তবে যথাযথ পরিকল্পনা যোগ্যতার অভাবে বাতিলের মোকাবেলায় আমরা যে পিছিয়েও পড়েছি, এ কথাও স্বীকার করতে হয়।
লেখক জিয়াউল হক একজন বিদগ্ধ মানুষ। তিনি বাংলাদেশ ও বিশ্বের ইসলামী আন্দোলনগুলো সরাসরি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও জানাশোনার আলোকে এ বিষয়ে কলম ধরেছেন “একুশ শতকের ইসলামী আন্দোলন” নামে। আলোচ্য বইটিতে ইসলামী আন্দোলনের পরিচয়।
এই আন্দোলনের পথে বাধাবিপত্তি, সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তিনি আলোকপাত করেছেন আন্দোলনের কাজে নিবেদিত একজন দাঈ ইলাল্লাহর গুণাবলী ও সতর্কতা, যোগ্য হয়ে ওঠার বিষয়ে। বিশেষভাবে বর্তমান বাস্তবতায় কালচারাল, মিডিয়া ও থিংক ট্যাংক উইং শক্তিশালী করার বিষয়ে জোর দিয়েছেন। তালবিয়া প্রকাশন থেকে প্রকাশিত “একবিংশ শতাব্দীর ইসলামি আন্দোলন” বইটি সমকালীন সময়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের যোগ্য ও উপযোগী করে তোলার পথ নির্দেশ করে। আমরা আশাবাদী বইটি কাঙ্ক্ষিত সফলতার পথে সহায়ক হবে।
- নাম : একবিংশ শতাব্দীর ইসলামি আন্দোলন
- লেখক: মোঃ জিয়াউল হক
- প্রকাশনী: : তালবিয়া প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 200
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





