
ও মন তোমাকে দেখাবো আমার চোখের শ্রাবণ
হাতের ইশারাতে যা হয় না
আঙুলের ইশারাতে যা হয় না
চোখের ইশারাতে যা হয় না
ঠোঁটের ইশারাতে যা হয় না,
মনের ইশারাতে তা হয়।
মনের ইশারাতে যা হয় না
কবিতার ইশারাতে তা হয়।
হবেই তো
হাত জানে
আঙুল জানে,
চোখ জানে
ঠোঁট জানে,
মনও জানে
কিন্তু কবিতা জানে না কোনো নয়ছয়।
- নাম : ও মন তোমাকে দেখাবো আমার চোখের শ্রাবণ
- লেখক: আরিফ খন্দকার
- প্রকাশনী: : শোভা প্রকাশ
- ভাষা : bangla
- ISBN : 9789849473046
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন