
সংগীতসংগ্রহ
বাংলা গানে, বাঙালির প্রাণে বিপ্লব এসেছিল তাঁরই হাত ধরে। বজ্র-বিদ্যুৎ-ফুলের সৃষ্টিসুখের উল্লাসে তাঁর বাণী-সুর আজও বাঙালির অদ্বিতীয় আশ্রয়। স্বাধীনতা, সাম্যের আর অধিকারের আকাক্সক্ষায় উদ্বেল বাঙালিকে রাজপথে নামিয়ে এনেছে তাঁর গান, সুর। বারংবার। স্রেফ সংগ্রাম-সমর-রাজপথেই নয়, তাঁর গান ছাড়া আজও বাঙালির উৎসব সাধিত হয় না। বাঙালির, বাংলার গীতল মর্মের সহচর তিনি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
নজরুল-সংগীত সংগ্রহে বিপুল গবেষণার পরে সংকলিত হয়েছে তাঁর তিন সহস্রাধিক গান যার ছত্রে ছত্রে ফুটে উঠেছে নজরুলের আত্ম-পরিচয় ও মানবিকতা। . গীতিকার, সুরকার, স্বরলিপিকার, সংগীতশিল্পী, সংগীতপরিচালক, রাগস্রষ্টা—কোন প্রিয় নামে বাঙালি ডাকবে তাঁকে? জাগরণী গান গেয়ে তিনি যেমন ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিলেন, তেমনি তাঁর শান্ত কোমল গীতি বাঙালিকে দিয়েছে নব রসের সন্ধান। প্রাণের পরশে, প্রচণ্ড প্রতিভায় নজরুল বাঙালির চেতনাকে দিয়েছেন সুরের ভাষা। বাংলার-বাঙালির বিপদে-সম্পদে, সুখে-দুঃখে, আনন্দ-বেদনায়, উৎসবে-উদ্যাপনে, সংগ্রামে-মিলনে নজরুলের গানেই যে মেলে ত্রিভুবনের সুর। প্রথম যৌবনে লেটোর দল থেকে সুরের সঙ্গে সংগত তাঁর। ক্রমে সেই সুরের ধারায় মিশেছে বিশ্ব নিখিলের নানা ধারা, শত যজ্ঞ।
যাতে ছিল নবতম বিনোদন মাধ্যম চলচ্চিত্রের সংগীত পরিচালনাও। সংগীতসাধক নজরুল ছিলেন যেন এক কল্পবৃক্ষ। যার অবিশ্বাস্য সৃষ্টিশীলতায় সোনা-রুপা-হীরে-মানিক-মুক্তোর মতো রকমারি গানের ফুল ফুটেছে, মন ভরিয়েছে সুরপিয়াসীদের। নজরুলের গানে, নতুন রাগের সৃজনে মাত্র ১৩ বছরে বাংলার গানের ভাণ্ডার হয়েছে সমৃদ্ধ। ছিলেন প্রবলভাবে যৌবনের কবি। যৌবনধর্মের বিদ্রোহ, প্রেম প্রকাশে তাই তিনি আজও প্রাসঙ্গিক। তাঁর সুরের নিশানবাহী হয়ে অজ্ঞানের, ভীরুতার, আত্মবিস্মৃতির কালঘুমের ঘোর কাটিয়েছে একটি জাতি। বাঙালির সত্যের, সুচেতনার, মুক্তির যাত্রায় দিশা দিয়েছে, দিচ্ছে তাঁরই অমর সুর ও গীতি।
- নাম : সংগীতসংগ্রহ
- লেখক: কাজী নজরুল ইসলাম
- প্রকাশনী: : কবি প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 1192
- ভাষা : bangla
- ISBN : 9789849504368
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025