

সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ
কেমন ছিল আগেকার মানুষের জীবন? কেমন ছিল তাদের চিন্তা-ভাবনা? কেমন হতাে তাদের-আনন্দ বেদনার মুহূর্তগুলাে? আধুনিক জীবনের চিরচেনা গণ্ডির মধ্যে | এমন প্রশ্ন আমাদের মনে কদাচিৎই উঁকি দেয়। চিরচেনা জগন্টাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত হয়ে পড়েছি তাতে সেটাকে ভিন্ন সময়ে ভিন্ন চেহারায় কল্পনা করা একটু কষ্টকরই হয়ে দাঁড়ায়। তবুও মানবসভ্যতার গতিপথটাকে বুঝতে হলে পেছনের ইতিহাসকে নিখুঁতভাবে জানার কোনাে বিকল্প নেই। অতীতে পৃথিবীটা কেমন ছিল এ প্রশ্ন আমাদের মনে কদাচিৎ আসলেও বর্তমান পৃথিবী কোনাে দিকে এগিয়ে চলেছে এ প্রশ্ন আমাদের মনে প্রায়ই জাগ্রত হয়।
আর এ প্রশ্নটির উত্তর পেতে হলে আমাদেরকে খতিয়ে দেখতে হবে কোনাে | গতিপথ ধরে অতীতের পৃথিবী বর্তমানে এসে পৌছেছে। বর্তমানকে শুধু একটি | বিন্দু হিসেবে কল্পনা করলে ভবিষ্যৎ সম্পর্কে কোনাে ধারণা অর্জন করা যায় না। বরং ভবিষ্যৎ সম্পর্কে তখনই একটি ধারণা পাওয়া সম্ভব যখন বর্তমানকে একটি | রেখার মধ্যে কল্পনা করা হয়, যে রেখা ধরে সভ্যতা অতীত থেকে বর্তমানে এসে | পৌছেছে এবং একই রেখা ধরে বর্তমান থেকে ভবিষ্যতের পথেও এগিয়ে যাবে।
- নাম : সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ
- লেখক: আসিফ আযহার
- প্রকাশনী: : শব্দশৈলী
- পৃষ্ঠা সংখ্যা : 272
- ভাষা : bangla
- ISBN : 9789849344643
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2018