
লোক ভুবন ত্রয়ী
ভূমিকার পরিবর্তে
দীর্ঘকালাবধি দুবাংলাতেই লোকসংস্কৃতির নামে মূলত লোকসাহিত্যের সংগ্রহ, সংকলন, সম্পাদনা ও আলোচনা হয়ে এসেছে। অথচ লোকসংস্কৃতির বৃত্তটি অসম্পূর্ণ থেকে যায় Material Folklore-এর আলোচনা ব্যতিরেকে। আশার কথা এখন দু'বাংলাতেই লোকসংস্কৃতি বলতে নিছক Farmalised Folklore-কে বোঝানো হচ্ছে না। মৌখিক সৃষ্টি কিংবা লোকশ্রুতি ব্যতীত উপাদাননির্ভর লোকসংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নব-প্রতিষ্ঠিত লোকসংস্কৃতি বিভাগের পাঠ্যসূচি প্রণয়নের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় গ্রন্থাদিও রচনা করতে হয়েছিল পঠন-পাঠনের স্বার্থে। এইভাবেই রচনা করেছি প্রসঙ্গ লোকপুরান কিংবা লোকবিশ্বাস-লোকসংস্কার অথবা গীতিকা: স্বরূপ ও বৈশিষ্ট্যের মতো গ্রন্থাদি। এই একই তাগিদে রচনা করতে হয়েছিল লোকপ্রযুক্তি, লোকঔষধ, লোকচিকিৎসা এবং বাংলার লোকক্রীড়ার মতো পুস্তকাদি। বাংলাদেশ থেকে তিনটি বই একত্রিত হয়ে 'লোক ভুবন ত্রয়ী' নামে প্রকাশিত হলো।
পাঠক একইসঙ্গে তিনটি বিষয়কে পেয়ে যাবেন, পূর্বের মতো তিনটি গ্রন্থের সন্ধান করতে হবে না পৃথক পৃথকভাবে।
আশা করি, পাঠকদের কাছে গ্রন্থটি গৃহীত হবে। প্রকাশকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।বড় দিন, ২০১৭
ড. বরুণকুমার চক্রবর্তী
- নাম : লোক ভুবন ত্রয়ী
- লেখক: বরুণকুমার চক্রবর্তী
- প্রকাশনী: : আলোঘর প্রকাশনা
- পৃষ্ঠা সংখ্যা : 256
- ভাষা : bangla
- ISBN : 9789849359227
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2018