
চে গুয়েভারা
"চে গুয়েভারা" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া: বিপ্লবের আরেক নাম চে এক তরুণ ছুটছেন তাে ছুটছেন মােটরসাইকেলে চড়ে। সঙ্গে বন্ধু আলবার্তো গ্রানােদা। পাড়ি দিলেন চার হাজার মাইল। ভ্রমণ করলেন চিলি, পেরু, কলম্বিয়া ও ভেনিজুয়েলা। তাদের সঙ্গে ছিল তাঁবু, কম্বল, মােটরসাইকেলের যন্ত্রপাতি, পিস্তল, ক্যামেরা এবং একটা ছােট্ট কুকুর কামব্যাক'। এই ভ্রমণবৃত্তান্ত প্রকাশিত হয় মােটরসাইকেল ডায়েরি’ নামে, হয় মুভিও। এই তরুণ আর কেউ নন, চে গুয়েভারা। এই ভ্রমণই চে-কে জাগিয়ে তুলেছিল অন্য জীবনের জন্য।
তাঁর চেতনায় এনেছিল অদ্ভুত পরিবর্তন। লাতিন আমেরিকার জনপদজুড়ে মানুষের দুর্দশা, শশাষণ, দারিদ্র্য, অসাম্য, সামাজিক শ্রেণীবিন্যাস তার হৃদয়কে নাড়া দিল ভয়ঙ্করভাবে, আর অভ্যন্তর থেকে গড়ে তুলল এক। নতুন চে-কে। তাকে মা ডাকতেন ‘তেতে’ নামে। আর ‘চে নামটি হয় গুয়াতেমালায় এসে। নামটি দিয়েছিলেন তারই নতুন বন্ধু নিকো।
চে অর্থ ‘ওহে বন্ধু'। পরবর্তী সময়ে এই নামই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তার আসল নাম আর্নেস্তো গুয়েভারা। জন্ম ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রােজারিওতে। ছােটবেলা থেকেই হাঁপানি, বয়ে বেড়িয়েছেন সারাটা জীবন। পড়াশােনা করেছেন চিকিৎসাশাস্ত্রে। কিন্তু তিনি হয়ে উঠেছিলেন বিপ্লবী মানবতার চিকিৎসক।
- নাম : চে গুয়েভারা
- লেখক: মনির জামান
- প্রকাশনী: : কথাপ্রকাশ
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2013