

শান্তির পয়গাম
শায়খুল ইসলাম মুহাম্মদ তাকি উসমানি হাফিযাহুল্লাহ-এর খুতবাত থেকে সংকলিত এই গ্রন্থখানা হচ্ছে মুসলিম সমাজের জন্য পথনির্দেশ, আদর্শ জীবনযাপনের মাপকাঠি এবং জীবনের সকল অঙ্গনে শান্তি ও সৌহার্দ্যের বাস্তব ব্যবস্থাপত্র। বর্তমান সমাজে বিভাজন, হিংসা-বিদ্বেষ, পারিবারিক অশান্তি এবং উম্মাহর মধ্যে মতবিরোধ যখন প্রকট আকার ধারণ করেছে—তখন এ ধরনের বিষয় সংবলিত আলোচনা তুলে ধরা করা ছিল সময়ের একান্ত প্রয়োজন। যা আমাদের বাংলাভাষী পাঠকগণের জন্য বইটি এক বিশাল সম্পদ, যা কেবল জ্ঞান দেবে না, বরং হৃদয়ের ভেতর শান্তির স্নিগ্ধ বায়ু বইয়ে দেবে।
ইসলাম কেবল নামাজ, রোজা, হজ কিংবা যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের সামাজিক জীবন, পারিবারিক সম্পর্ক, প্রতিবেশীর অধিকার, ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং শান্তি প্রতিষ্ঠা—সবই এর অন্তর্ভুক্ত। এই বইয়ে সেই শিক্ষাগুলোই সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।প্রকৃত মুসলমান তো সে, যার জবান ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে। অর্থাৎ মুসলমান পরিচয় কেবল “মুসলমান” নামেই সীমাবদ্ধ নয়; বরং তা প্রকাশ পায় তার আচরণ ও ব্যবহারিক জীবনে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন পরস্পরের প্রতি সহনশীলতা, দয়া, ভালোবাসা।
পরিবারের ভেতরে স্বামী-স্ত্রীর সম্পর্ক, আত্মীয়স্বজন ও প্রতিবেশীর অধিকার, বন্ধু ও সহকর্মীর সাথে আচরণ—সবক্ষেত্রেই ইসলাম শিষ্টাচার, নৈতিকতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে। বিশেষভাবে মুসলমানদের মাঝে সালাম ছড়িয়ে দেওয়াকে শান্তি প্রতিষ্ঠার বড় মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। সালামের মাধ্যমে অন্যের জন্য শান্তি ও নিরাপত্তার দুআ করা হয়, যা সমাজে ভালোবাসার বন্ধন দৃঢ় করে।সমাজে মতবিরোধ, ঝগড়া-বিবাদ অনিবার্য।
কিন্তু ইসলাম শিখিয়েছে বিরোধ মিটিয়ে ফেলা, ক্ষমা করা, এবং ঝগড়া কমিয়ে শান্তি স্থাপন করা। ঠিক তেমনিভাবে দাম্পত্যজীবনে মতবিরোধ, রাগ, ভুল বোঝাবুঝি—তাই সহনশীলতা, একে অপরের ভুল ক্ষমা করা এবং সুন্দরভাবে কথা বলাই হলো এসব সমস্যার সমাধান। স্বামী-স্ত্রীর মধ্যে ভিন্নতা ও মতবিরোধকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে হবে এবং একে অপরকে বুঝে নিতে হবে।এছাড়া উত্তরাধিকার বণ্টন, আত্মীয়তার সম্পর্ক, সামাজিক দায়িত্ব ও আইন-কানুন মানার নির্দেশনাও এসেছে বইটিতে।যদি প্রতিটি মুসলমান কুরআন ও হাদীসের আলোকে নিজের জীবন গড়ে তোলে, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব জায়গায়ই শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
- নাম : শান্তির পয়গাম
- লেখক: শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানি হাফি
- অনুবাদক: মাওলানা আতাউল হক জালালাবাদী
- প্রকাশনী: : খতীবে মিল্লাত প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 120
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025