 
            
     
    সীরাতুন নবি (সা:) (অখন্ড)
ইতিহাসের সমস্ত গতিপথ পরিবর্তন করে দিয়ে কালজয়ী এক ইতিহাস রচনা করেছেন নবি মুহাম্মাদ সা., যাঁর জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। যাঁর গৃহীত প্রত্যেকটি পদক্ষেপই আমাদের জন্য দলিল। তাই তাঁর জীবনে ঘটে-যাওয়া ঘটনাগুলোর বিশুদ্ধতার দিকে নজর রেখে একটি সীরাত-গ্রন্থ থাকা খুবই জরুরি; যদিও কাজটি বেশ কষ্টসাধ্য।
তবে এই কঠিন কাজটিই সুসম্পন্ন করেছেন শাইখ ইবরাহীম আলি রা.। তিনি রাসূল সা.-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে-যাওয়া ঘটনাগুলোকে সময়ের ধারাবাহিকতা অনুযায়ী বিশুদ্ধ হাদীসের মাধ্যমে সাজিয়েছেন তার এ বইতে।
গ্রন্থটি আজও আরবের মুহাদ্দিসগণের কাছে একটি সমৃদ্ধ রেফারেন্স-বই হিসেবে বেশ সমাদৃত। বইটি পড়লে প্রিয় নবি সা.-এর জীবনে ঘটে-যাওয়া ঘটনাগুলোর এক নিখুঁত ছবি আমাদের সামনে ফুটে উঠবে, যার মধ্যে থাকবে না কোনও সন্দেহ কিংবা সংশয়।
রাসূল সা.-এর নির্ভুল জীবনী তাঁরই জবানিতে জানার মাধ্যমে তাঁর সঙ্গে আমাদের ভালোবাসা আরও গাঢ় হবে, ইন শা আল্লাহ। বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ সীরাতগ্রন্থের এটিই প্রথম বাংলা অনুবাদ।
এটিই একমাত্র সীরাতগ্রন্থ, যেখানে ঐতিহাসিকভাবে দুর্বল কোনও তথ্য স্থান পায়নি। নবিজির জীবনের প্রতিটি ঘটনা বিশুদ্ধ হাদীসের ভিত্তিতে এ বইতে সংকলন করা হয়েছে।
প্রায় ১৩০০ বছর আগে মুসা ইবনু উকবা রা. এবং ইবনু ইসহাক রা. রচিত সীরাতের মতো প্রাচীনতম সীরাতগ্রন্থগুলোর ধাঁচ অনুসরণ করেই বইটি রচিত হয়েছে।
প্রতিটি টীকায় হাদীসের বিস্তারিত তথ্যসূত্র দেওয়া হয়েছে। আগ্রহী পাঠকগণ চাইলেই সেসব মিলিয়ে দেখতে পারবেন।
বিভিন্ন পরিস্থিতিতে নবিজি সা. কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কোন পন্থা অবলম্বন করেছেন, আর কী নির্দেশনা দিয়েছেন আমাদের জন্য, সেসবের নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যাবে এ সীরাতে।
নবিজি সা.-এর জীবনী তাঁর জবানে এবং তাঁর সাহাবিগণের জবান থেকে জানার সৌভাগ্য লাভ করা যাবে।
এই সীরাত পাঠের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্নাহর আলোয় আলোকিত করার সাহস ও শক্তি পাব, ইন শা আল্লাহ।
- নাম : সীরাতুন নবি (সা:) (অখন্ড)
- লেখক: ইব্রাহীম আলি
- অনুবাদক: জিয়াউর রহমান মুন্সী
- প্রকাশনী: : মাকতাবাতুল বায়ান
- পৃষ্ঠা সংখ্যা : 632
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025

 
  
                 
                 
                 
                 
                 
                 
            




