
মিনুফুলের ঘ্রাণ
কবি ও গল্পকার শফিক নহোরের প্রথম কাব্যগ্রন্থের জন্য নির্বাচিত মিনুফুলের ঘ্রাণ'-এর পাণ্ডুলিপি যখন পড়ছিলাম, মনে হলো আমি যেন কারো বিষাদে ভরা নানাবিধ দিনযাপনের রসদ পড়ছি। পাতায় পাতায় কবি যেন বুনে দিয়েছেন তার একান্ত ক্লান্তিহীন দুঃখ, না পাওয়ার আক্ষেপ, প্রেম-বিরহের অতুলনীয় আয়াত। প্রেমকে বর্ণনা করতে গিয়ে কবি যেন লিখে ফেলেছেন সবুজ তেপান্তরের কথা, দুধধানের মতো মিহি হৃদয় তোমার।
মাছরাঙা মায়াবী চোখ। দুর্বাঘাসের ডগায় টলমল শিশির। আমায় খুঁজো কী রোজ? একান্নবর্তী পরিবারের মতো কবি সৃষ্টি করেছেন তার নিজস্ব ভাষা ও বৈচিত্র্যময় ধারা। তার কবিতা পাঠ করলেই পাঠক খুব সহজে সেই ভাষা নির্মাণের কাজ অনুধাবন করতে পারবেন এবং পাঠক পাঠে মনোনিবেশ করতে পারবেন তৃপ্ত মনে।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন