
ভুল
বইয়ের পিছের মলাটের দিকে যদি তাকান তাহলে দেখবেন সেখানে লিখা আছে, "আপনার সিদ্ধান্ত, আপনার গল্প।" এর মানে কি? বুঝাচ্ছি। এই গল্পে অনেকগুলো অধ্যায় আছে। কিছু কিছু অধ্যায় স্বাভাবিকভাবেই শেষ হয়েছে, কিন্তু কিছু কিছু অধ্যায়ের শেষে আপনাকে কয়েকটি অপশন দেওয়া হবে।
যেই অপশন আপনাকে সাহায্য করবে গল্পটি এগিয়ে নেওয়ার জন্য। আপনার ডিসিশন গল্পে প্রভাব ফেলবে। বলতে গেলে আপনার সিদ্ধান্তই গল্পের বিভিন্ন ইতি আনতে সক্ষম। যেসব অধ্যায়ে অপশন আছে, সেই সব অধ্যায়ের অপশনগুলোর পাশে পরবর্তীতে সেই অপশন সিলেক্ট করার জন্য কোন অধ্যায়ে যেতে হবে সেটা উল্লেখ করা আছে।
উদাহরণস্বরূপ-যদি আপনি কোনো অধ্যায়ের শেষে অপশন '১' '২' '৩' এর মধ্যে অপশন '১' নেন এবং তার পাশে যদি বলা থাকে অধ্যায় ৪ এ যান, গল্পকে সামনে বাড়িয়ে নেওয়ার জন্য আপনি গল্পের অধায় ২, ৩ বাদ দিয়ে সরাসরি ৪ এ যাবেন। আর যেসব অধ্যায় এর শেষে কোনো প্রকার অপশন নেই সেই সব অধ্যায় শেষ করার পরে আপনি স্বাভাবিক যেভাবে বই পড়েন সেভাবেই পরবর্তী অধ্যায় পড়বেন। আশা করি নিয়মটা খুব একটা কঠিন না। আর কঠিন হলে আমি দুঃখিত।
- নাম : ভুল
- লেখক: অন্তিক মাহমুদ
- প্রকাশনী: : অধ্যয়ন
- পৃষ্ঠা সংখ্যা : 280
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025