

সেইভ আওয়ার সিস্টার্স
দেশের মাটি ও মানুষের সাথে প্রতারণা করে তাদের জীবন ও সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছে একটা গোষ্ঠি। ধারাবাহিকভাবে একের পর এক পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে সে-সব মর্মন্তুদ সংবাদ। দেখার কি কেউ নেই? প্রতারণা,বিয়ে এবং ধর্মান্তরের একপর্যায়ে মুসলিম বোনদের ভারতে পাচার করছে একটা শ্রেণি। প্রতি মাসে যার সংখ্যা অন্তত চারশজন! মাজলুম বোনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। মুহাম্মাদ বিন কাসিমের উত্তরাধিকাররা কি চুপচাপ শুধু দেখতেই থাকবে?
কিয়ামতের দিন নবীজি যখন জিজ্ঞেস করবেন—আমি তো তোমাদের বলেছিলাম : আলা কুল্লুকুম রাউন,অকুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিআতিহি,তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল,আর তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্বের জবাবদিহিতা করতে হবে..? আজ আমার উম্মতের মেয়েদের এমন অবস্থা কেন? এর দায়ভার কে নেবে? কী জবাব দেব আমরা?
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন