
নিষিদ্ধ প্রেমপুরী
নিষিদ্ধ প্রেমপুরী" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ মমতা নূর মুলত সমাজবাস্তবতায় গড়ে ওঠা বৈচিত্রময় সময় ধারনকারী কলমসৈনিক, শব্দতাপসী। তার প্রথম গল্পগ্রন্থ নিষিদ্ধ প্রেমপুরী বর্তমান সময়ের স্বাক্ষর বলা যেতে পারে। তার প্রতিটি গল্পে আছে কাল-নির্ভরতা, আছে চাদরে মোড়া আঁধারের কল্পচিত্র, যৌবনের আহ্বানে রয়েছে প্রজ্বলিত আগুনের হাতছানি।
কোনো কোনো গল্পের চরিত্রগুলোতে দেখা গিয়েছে খামখেয়ালিপনা। তবে ঘটনার বৈচিত্রে গড়ে ওঠা গল্পের শরীর পাঠক-পাঠিকাকে শেষ অবধি নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। যতোদূর জানি, মমতা নূর কবিতাও লেখেন এবং সেসব কবিতার পাঠকপ্রিয়তাও রয়েছে। কবিতার মতোই মমতা নূরের নিষিদ্ধ প্রেমপুরীর গল্পগুলো পাঠিকা- পাঠকের হৃদয়ে স্থান করে নেবে বলে আশা রাখি।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন