
নীল ময়ূরের যৌবন অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে চর্যাপদের সময়কালের পটভূমিতে রচিত নীল ময়ূরের যৌবন’ বাংলা ও বাঙালির কথা
নীল ময়ূরের যৌবন’ একটি জীবনীমূলক উপন্যাস। এই উপন্যাসের বৃহৎ ক্যানভাস জুড়ে অাছেন প্রাচীন যুগের কবিগণ। এই কবিগণ বাংলা ভাষার প্রাচীনতম রূপ ব্যবহার করে তাঁদের গীত রচনা করেছেন। সেলিনা হোসেন উপন্যাসের বিষয় নির্বাচন করতে গিয়ে এমন মহান কবিদের নির্বাচন করেছেন যাঁদেরকে তিনি উপন্যাসে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কাহ্নুপা। কাহ্নুপাকে গুরুত্ব দিতে গিয়েই অন্যান্য চরিত্র এসেছে স্বাভাবিকভাবেই। তাঁরাও কবি। তাঁদের দানও অসামান্য।কাহ্নুপা দেখেছেন সমাজব্যবস্থায় যেসব অনাচার চলছে তাতে করে নিম্নবর্গের মানুষ হয়েছে নির্যাতিত ও অস্পৃশ্য। এই মানুষগুলোর প্রতিভার কোনো স্বীকৃতি সে সময়ের রাজারা দেননি।
কাহ্নুপা রাজদরবারে পাখাটানার কাজ করেছে এবং স্বপ্ন বুনেছে একদিন তাঁর গীত রাজদরবারে প্রকাশ পাবে এবং কবি স্বীকৃতি মিলবে। কিন্তু ব্রাহ্মণরা কবিকে সে সুযোগ দেননি। ফলে কবি হিসেবে তাঁর আত্মমর্যাদা হয়েছে ক্ষুণ্ন। পরে তাঁর বধোদয় হয়েছে-‘‘আমারই ভুল হয়েছিল দেশাখ।
ভেবেছিলাম রাজদরবারে নিজের লেখা গীত পড়লেই আমার ভাষার সম্মান হবে। এখন দেখছি আসলে তা নয়। কেবল রাজদরবারই কোনো ভাষাকে টিকিয়ে রাখতে পারে না। ওরা যতই সংস্কৃতের কদর করুক ওটা কারো মুখের ভাষা নয়। ওটাকে বাঁচিয়ে রাখবে কে? আমাদের ভাষা আমাদের মুখে মুখে বেঁচে থাকবে দেশাখ।’’
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কাহ্নুপা। কাহ্নুপাকে গুরুত্ব দিতে গিয়েই অন্যান্য চরিত্র এসেছে স্বাভাবিকভাবেই। তাঁরাও কবি। তাঁদের দানও অসামান্য।কাহ্নুপা দেখেছেন সমাজব্যবস্থায় যেসব অনাচার চলছে তাতে করে নিম্নবর্গের মানুষ হয়েছে নির্যাতিত ও অস্পৃশ্য। এই মানুষগুলোর প্রতিভার কোনো স্বীকৃতি সে সময়ের রাজারা দেননি।
কাহ্নুপা রাজদরবারে পাখাটানার কাজ করেছে এবং স্বপ্ন বুনেছে একদিন তাঁর গীত রাজদরবারে প্রকাশ পাবে এবং কবি স্বীকৃতি মিলবে। কিন্তু ব্রাহ্মণরা কবিকে সে সুযোগ দেননি। ফলে কবি হিসেবে তাঁর আত্মমর্যাদা হয়েছে ক্ষুণ্ন। পরে তাঁর বধোদয় হয়েছে-‘‘আমারই ভুল হয়েছিল দেশাখ।
ভেবেছিলাম রাজদরবারে নিজের লেখা গীত পড়লেই আমার ভাষার সম্মান হবে। এখন দেখছি আসলে তা নয়। কেবল রাজদরবারই কোনো ভাষাকে টিকিয়ে রাখতে পারে না। ওরা যতই সংস্কৃতের কদর করুক ওটা কারো মুখের ভাষা নয়। ওটাকে বাঁচিয়ে রাখবে কে? আমাদের ভাষা আমাদের মুখে মুখে বেঁচে থাকবে দেশাখ।’’
- নাম : নীল ময়ূরের যৌবন
- লেখক: সেলিনা হোসেন
- প্রকাশনী: : নয়া উদ্যোগ
- পৃষ্ঠা সংখ্যা : 146
- ভাষা : bangla
- ISBN : 9788189863197
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2009
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন