টু হিস্ট্রোরিক ট্রায়ালস ইন রেড ফোর্ট
ব্রিটিশ শাসনের কবল থেকে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ভারতকে স্বাধীন করার লক্ষ্যে নেতাজি সুভাষচন্দ্র বােসের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ) এবং আজাদ হিন্দ সরকার বা ‘দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া' (স্বাধীন ভারতের অস্থায়ী সরকার) গঠিত হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে জাপানি বাহিনী পশ্চাদপসরণ করলে আইএনএ'র সৈন্যরা ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আইএনএ ভেঙে যায় এবং আজাদ হিন্দ সরকারের বিলুপ্তি ঘটে। আইএনএ, আজাদ হিন্দ সরকার এবং নেতাজি সুভাষচন্দ্র বােসের ওপর অসংখ্য ইংরেজি ও বাংলা গ্রন্থ রয়েছে।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন