

ভাবনার দুয়ার
‘ভাবনার দুয়ার’ বই সম্পর্কে কথাঃ
প্রতিটি মানুষ স্বভাবতই গল্প-কাহিনি, উপাখ্যান ও হৃদয়গ্রাহী ঘটনার প্রতি ঐকান্তিক আগ্রহ ও নিগূঢ় মনোবাসনা পোষণ করে থাকে। যেগুলো পড়ে এবং শুনে মানুষের অন্তরাত্মা চিন্তাপ্রবণ হয়। এবং ভাবে, অনুভবে ও বিগলীতিতে তার হৃদয় হয় সুসিক্ত।
কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো, বর্তমানে অশালীন ও কুরুচিপূর্ণ গল্পেসল্পে ছেয়ে গেছে বইয়ের বাজার। যা পড়ে সমাজের কিশোর-কিশোরী, ও যুবক-যুবতী সকলে চারিত্রিক ও সামাজিকভাবে ধ্বংসের পথে ধাবমান। যার অনিবার্য ফলরূপে চারিদিকে খুনখারাবি, হত্যা-ধর্ষণসহ নানারকম অপকর্ম পাল্লা দিয়ে বেড়ে চলেছে। নৈতিকতার অবক্ষয় সমাজে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। অথচ এর থেকে উত্তোলনের পথ ও পন্থা সম্পর্কে বেখবর হয়ে আছে পুরো মুসলিম উম্মাহ! তাদের যুবসমাজ যে আজ পাশ্চাত্যের সর্বগ্রাসী থাবায় জর্জরিত তা দেখার যেন কেউ নেই।
হায়! তারা ভুলে গিয়েছে যে, কুরআন তাদের হাদী ও রাহনুমা। এবং তাতে বর্ণিত ঘটনাসমগ্র হচ্ছে একেকটি শিক্ষার বাতিঘর ও চেতনার দ্বীপশিখা। যা তাদেরকে নৈতিকতা, চিত্তের উদারতা, চরিত্রের পবিত্রতা ও আত্মার বিশুদ্ধতা অর্জনে সচেষ্ট করে। এবং সততা ও ন্যায়পরায়ণতার পথে পরিচালিত করে।
কুরআনী আদর্শে আদর্শবান যেকোনো ব্যক্তি বদলে দিতে পারে এই সমাজকে। আলোয় আলোয় ভরে দিতে পারে অন্ধকারে নিমজ্জিত প্রতিটি ঘরকে। তাই এই গ্রন্থে নিজের মতো করে কুরঅান-হাদিস থেকে সময়োপযোগী ও জীবনঘনিষ্ঠ শিক্ষামূলক ঘটনাগুলো প্রাঞ্জল ভাষায় লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আশা করি, তা সর্বশ্রেণীর পাঠকের "ভাবনার দুয়ার"কে উন্মুক্ত করবে। এবং হেরার রাজতোরণ অভিমুখে পথচলায় উদ্বুদ্ধ করবে। ইনশাআল্লাহ।
- নাম : ভাবনার দুয়ার
- লেখক: মাহমুদুল হক জালীস
- প্রকাশনী: : দীপাধার প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2019