
নবজাগরণের ব্যতিক্রমী ব্যক্তিত্ব বিদ্যাসাগর
স্ববিরোধী, সীমাবদ্ধ ও বিতর্কিত চরিত্রের উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণের আবহে বিদ্যাসাগরের ব্যতিক্রমী ব্যক্তিত্ব নিয়ে সেকাল থেকে একালে নানা মাত্রায় মূল্যায়ন-পক্ষে-বিপক্ষে, প্রশস্তিতে-সমালোচনায়। এসব আমলে নিয়ে আহমদ রফিকের নবজাগরণের ব্যতিক্রমী ব্যক্তিত্ব বিদ্যাসাগর তার নিজস্ব হিসাব-নিকাশে, তথ্য ও যুক্তির নিরিখে-সেখানে বিদ্যাসাগর সময়ের বিচারে এক অগ্রসর চেতনার স্বাতন্ত্র্যবাদী, ব্যতিক্রমী ব্যক্তি যার জীবনাদর্শ ও কর্মাদর্শ বাংলাভাষাভাষী সমাজের জন্য এখনো প্রাসঙ্গিক, যদিও কালের ব্যবধান অতি দীর্ঘ। সংক্ষিপ্ত ভাষ্যে রচিত এ বইটি পড়ে পাঠক অনেক বিতর্কের আবহে নিজের চিন্তাভাবনাও যাচাই করে নিতে পারবেন।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন