রিভিলেশন - দ্য স্টোরি অব মুহাম্মদ ﷺ
মানুষ তিনি। প্রত্যাদিষ্ট নবি কিংবা রাসুলও তিনিই। চির প্রাতিস্বিক ও ঋদ্ধিক। অন্তঃস্থিত কোমলপ্রাণ ও আশ্চর্য কসমিক। দিব্যলোকের যত রোশনাই চিত্রালি প্রস্ফুটিত তাঁর অলৌকিক এষণায় ও অনুপম ব্যঞ্জনায়, চিৎবৃত্তির সৌকর্যে, ভাবে ও বিভাবে, সৌম্যে ও সৌহার্দ্য,ে শাশ্বত জীবনের স্বরূপে ও অন্তর্লীন সমর্পণের প্রগাঢ় সৌন্দর্যে।
মানুষের প্রার্থিত ও কল্যাণী স্বাধীনতা, শান্তি ও প্রগতির বিস্ময়কর আধার তিনি। তাঁর সান্নিধ্য— সে মানবীয় জীবনের পরম পাওয়া। তাঁকে যারা পেয়েছেন, দেখেছেন খুব কাছ থেকে, অনুভব করেছেন স্নিগ্ধ-শীতল ঐশী পরশে, তারাই হতবাক হয়েছেন তাঁর হৃদয় নিংড়ানো অমর ওহির সঞ্জীবনী সুধায়।
এই সুধা বা পরশমানিকের অন্য নাম ইসলাম। অপর নাম ঈমান। দাওয়াত ও ইসলাহে যা স্ফূর্ত ও সজীব থাকে। জিহাদে থাকে উষ্ণ অফুরান। নামাজে চিরবর্ধিষ্ণু। রোজা, হজ ও জাকাতে থাকে নিশ্ছিদ্র নিরাপদ ও ভারসাম্যময়। ইনসাফের বৈশ্বিক সিপাহসালার তিনি— এভাবে জগতের যত বাতিলের অন্তর্ধানে সতত সংগ্রামশীল ও তেজিয়ান বোররাক ও অপরাজেয় এক মহামানব তিনি— মহান আল্লাহর সর্বশেষ মনোনীত বা নাজিলকৃত ওহির অদ্বিতীয় স্মারকও তিনিই। মানবতার পরিত্রাতা বা পরাকাষ্ঠা হিসেবে তাঁর মহামুক্তির আওয়াজ বা আজান ছড়িয়েছে দিকে দিকে, আরব থেকে আজমে, কালো ও সাদায়, ধনী ও নির্ধনে এবং প্রতিটি পরমার্থিক মানুষের মর্মমূলে। তিনিই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁর ‘উসওয়ায়ে হাসানা’ তথা সর্বোত্তম জীবনাদর্শের প্রতিটি পর্ব ও পর্বান্তর প্রজ্ঞান সৌরভে, প্রশ্নের তির্যকে, জিজ্ঞাসার অভীপ্সায় ও কৌতূহলের প্রতিসরণে সম্পূর্ণ নতুনত্বে ও দিগ্দিশারি অভিনবত্ব নিয়ে হাজির হয়েছে সিরাতের এই মহার্ঘ গ্রন্থটি। এই গ্রন্থটি ঠিক তেমনই, যেমনটি আপনি চান। এটি আপনার জীবনের অপ্রতিদ্বন্দ্বী গাইডলাইন তথা অনিবার্য এক অভিসারিকাও বটে। প্রিয় পাঠক, সিরাতের এই প্রকৃষ্ট ও আলোকদীপ্ত ভুবনে আপনাকে স্বাগত।
- নাম : রিভিলেশন - দ্য স্টোরি অব মুহাম্মদ ﷺ
- লেখক: ড. মিরাজ মুহিউদ্দিন
- প্রকাশনী: : আনোয়ার লাইব্রেরী
- পৃষ্ঠা সংখ্যা : 448
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





