প্রগতির পথে বিক্ষিপ্ত ভাবনা
বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক তথা সামগ্রিক অগ্রগতি নিয়ে প্রতিনিয়ত ভাবতে থাকি কিভাবে এদেশ বিশ্ব-পরিমণ্ডলে একটি স্বনামধন্য দেশ হিসেবে তার আসন লাভ করবে। বাংলাদেশিরা একটি সম্মানিত জাতি হিসেবে মাথা উঁচু করে বিশ্বসভায় আসন লাভ করতে পারবে দেশ যখন স্বাধীন হবে। স্বাধীনতাযুদ্ধের দিনগুলিতে মুক্তাঞ্চলে এমন কথাই আমি বলেছি বহুবার প্রশিক্ষণে নিযুক্ত মুক্তিযোদ্ধাদের কাছে।
তারা বিশ্বাস করেছে, অস্ত্র হাতে নিয়েছে এবং এ বিশ্বাস নিয়েই সশস্ত্র সংগ্রাম করে শহীদ হয়েছেন অনেকেই। এখন যখন দেখি সুশাসনের ব্যত্যয় হচ্ছে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে দুর্বৃত্তায়নের পথে পরিকল্পনাকারীদের পদচারণা প্রভাব বিস্তার করছে, তখনই কিছু কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি।
এমন সব বিক্ষিপ্ত ভাবনা এ বইতে স্থান পেয়েছে। জনপ্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা, রাজনীতি ও মানবাধিকার, অর্থনীতি ও বাণিজ্য, মুক্তচিন্তা ও ধর্ম ইত্যাদি নিয়ে আমার অনেক প্রবন্ধ এ বইতে স্থান পেয়েছে। এসকল প্রবন্ধ তথ্যবহুল, যুক্তিনির্ভর এবং দিকনির্দেশনামূলক যা পাঠক সমাজকে দেশের কথা, জনগণের অধিকার ও সুস্থ রাজনীতির কথা এবং শুদ্ধাচারের কথা ভাবতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। এই আলোকে বইটি পাঠকের কাছে সমাদৃত হলে নিজেকে ধন্য মনে করব।
- নাম : প্রগতির পথে বিক্ষিপ্ত ভাবনা
- লেখক: ধীরাজ কুমার নাথ
- প্রকাশনী: : কথাপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 304
- ভাষা : bangla
- ISBN : 9789847012004210
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2015