Depression bishader opottoka periye (ডিপ্রেশন: বিষাদের উপত্যকা পেরিয়ে)

ডিপ্রেশন: বিষাদের উপত্যকা পেরিয়ে

৳270.00

দুঃখ-কষ্ট, পরীক্ষা, সংগ্রাম এই পৃথিবীর অবিচ্ছেদ্য বাস্তবতার অংশ। সবাই কোনো না কোনোভাবে না চাইতেও এর ভেতরে প্রবেশ করে। আমাদের দৃষ্টিভঙ্গি কেমন তার উপর নির্ভর করে আমরা কে কীভাবে এখান থেকে বের হবো, নাকি অজ্ঞতার অচীন গর্তে হারিয়ে যাব। সমস্যা যেমন এই পৃথিবীর বাস্তবতা, সমাধানও তেমনি। তবে সমাধানটাও হতে হবে সঠিকপন্থায়, দীর্ঘস্থায়ীভাবে কার্যকর উপায়ে। নইলে একই সমস্যা নানান রূপ পাল্টে হানা দিবে বিভিন্ন সময়ে। এজন্য এগুলো থেকে বের হয়ে আসার, মোকাবিলা করার মূলনীতি জানতে হবে; যেন যেকোনো পরিস্থিতিতে সামলে উঠতে পারি, অগ্রসর হতে পারি নতুন জীবনের পানে।

বইটা কিছুটা সাইকোলজি, কিছুটা আধ্যাত্মিকতা, কিছুটা কর্ম-প্রচেষ্টা আর অনেকাংশে ধর্মীয় পরিমন্ডলে বিরাজিত ইতিবাচক প্রজ্ঞার মাধ্যমে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাই, বইটা একক কোনো দৃষ্টিভঙ্গি তুলে ধরবে না, বরং নানান বাস্তবতার ভিন্ন ভিন্ন সমাধান হাজির করবে। এখানে ধর্ম আসবে, সাইকোলজি আসবে, পরিশ্রম আসবে, আবেগ আসবে, হৃদয়ের শক্তির কথা আসবে, আশার কথাও আসবে, আর আসবে ধর্মীয় বিশ্বদর্শন। বইতে বাস্তবতার সাথে দ্বীনের মিশেলে এমন বিশ্বদৃষ্টি হাজির হবে যা আধুনিক বস্তুবাদি সাইকোলজিতে সম্পূর্ণ অনুপস্থিত; যেই সাইকোলজিতে স্থায়ী সমাধান নেই, তবে বিশ্বাসী ব্যক্তির জন্য এর স্থায়ী সমাধানের জীবন ও বিশ্বদর্শন রয়েছে। বস্তুবাদি সেকুলার ন্যারেটিভ থেকে জীবনমুখি ধর্মীয় ও ইতিবাচক ন্যারেটিভের সন্ধানে চলা এই বইয়ের।

জীবনে দুঃখ, কষ্ট ও হতাশার কারণে অনেকে হারিয়ে যায়, অনেকে বেরিয়ে আসে নতুন করে। এই যাত্রাটা সহজ নয়, তবে পথ জানা থাকলে এ থেকেও পূর্ব জীবনের চাইতে অধিক কল্যাণকর জীবনে রূপান্তরিত হওয়া সম্ভব। এই হতাশা বা দুঃখ-কষ্টগুলো আমাদের জীবনকে ধ্বংস করার জন্য নয়, ররং জীবনকে নতুন করে আবিষ্কার করার, দুনিয়াকে বাস্তবতার দৃষ্টিতে চেনার অনন্য সুযোগ।

এই দুঃখ, হতাশা কেবল খারাপ মানুষদের তাড়িত করবে এমন নয়। ভালো মানুষদেরও ঘিরে ধরে। এর দৃষ্টান্ত কুর’আনে প্রচুর আছে নবী-রাসূলদের জীবনে। তবে শক্ত হৃদয়ের মানুষেরা আবার উঠে দাঁড়ায়, নতুন উদ্দ্যমে কাজ আঞ্জাম দেয়। জীবনের কষ্ট আর হতাশুলোকেও নতুন করে উৎপাদনশীল কাজে বিনিয়োগ হিসেবে দাঁড় করায়। কষ্ট ও সংগ্রাম প্রজ্ঞার দরজা খুলে দেয়, সামনে আগানোর প্রস্তুতির জন্য গড়ে তুলে এবং চূড়ান্ত উদ্দেশ্য হয়ে থাকে আপনার শেষ আশ্রয় রবের কাছে প্রশান্তির ছায়ায় ফিরে আসার নিদর্শন হিসেবে। এটাই মুমিনের দৃষ্টিভঙ্গি, এই ছোট্ট জীবনের শেষ সফলতার পাঠ।

কুর’আনে প্রত্যকে নবীর কাহিনিতে দুঃখ-কষ্টের বর্ণনা পাবেন। সবচেয়ে বিশাল কষ্টের ভেতর দিয়ে তারাই গিয়েছে, অথচ তাঁরা ছিল এই জমিনের সবচেয়ে সম্মানিত ও মাসুম মানুষ। তাদের দায়িত্ব যেমন ছিল বিশাল, দুঃখ-কষ্ট ও যাতনাও তেমন বিশাল। কিন্তু এই কষ্টের মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। তাদের সাথে যারা ছিলেন তারাও ঘুরে দাঁড়িয়েছেন। মাওলানা জালালুদ্দিন রুমি বলেন, ❝আল্লাহ তোমাকে দুটি ডানা (সুখ ও দুখ) দিয়েছেন, তবে কেন তুমি খুড়িয়ে খুড়িয়ে হাটবে? হাদীসে একই কথা এসেছে—আশা ও ভয় থাকবে, তবে নিরাশ থাকার কথা নেই, হতাশ হবার কথা নেই। কীভাবে এই আশা ও সংগ্রামের সেরাটা পাবো? সেটাই বইতে বিস্তৃত হয়েছে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন