
স্মৃতিচোর
‘আপনি বলছেন...আপনি বলছেন আরেকটা আমি আছে? আরেকটা সচেতন আমি?’ ‘সেরকমই মনে হচ্ছে।’
‘কিন্তু...না, না। তা তো...কেন, তা তো বেআইনি। মানুষের অবৈধ কপি...মাই গড, মিস্টার রাহি, এটা অশ্লীল!’
‘আমি খুঁজে দেখছি তাঁকে পাওয়া যায় কিনা,’ বললাম আমি।
‘ওটাকে,’ জোর দিয়ে বললেন ডক্টর মারমা।
‘কী?’
‘ওটাকে। তাঁকে নয়। তাঁকে বলতে শুধু আমাকে বোঝাবে-একমাত্র আসল রিচার্ড মারমাকে।’ ‘ধরুন ওটাকে আমি পেলাম, আমাকে কী করতে বলবেন?’
‘মুছে ফেলবেন, অবশ্যই। বন্ধ করে দেবেন।’ শিউরে উঠলেন বিজ্ঞানী মারমা।
আমি তাঁকে সান্ত¦না দেয়ার চেষ্টা করলাম। ‘এত ঘাবড়ে যাবার কিছু নেই...’
‘মাই গড, মিস্টার রাহি, আমার অনুভূতি...কি বলব...আমার অস্তিত্ব, সত্তা আর প্রাইভেসিতে অনুপ্রবেশ করা হয়েছে; আমাকে লঙ্ঘন এবং অমান্য করা হয়েছে। আমার মাইন্ডের একটা চুরি করা কপি! একজনের প্রাইভেসিতে এরচেয়ে জঘন্য হামলা আর কি হতে পারে!’
- নাম : স্মৃতিচোর
- লেখক: শেখ আবদুল হাকিম
- প্রকাশনী: : অনিন্দ্য প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- ISBN : 9789844144090
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2013
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন