
আকাশে অনেক মুখ মুক্তিযুদ্ধের গল্প সংকলন
এই বইয়ের সবকটি গল্পেরই পটভূমিতে রয়েছে ১৯৭১ অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ। তবে মুক্তিযুদ্ধের যে ছকবাঁধা গল্প-উপন্যাসের সঙ্গে আমরা সচরাচর পরিচিত, এ গল্পগুলো মোটেও সেরকম নয়। গল্পগুলো পড়তে শুরু করে প্রথমদিকে হয়তো টেরই পাওয়া যায় না, এর কাহিনির সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক আছে। একটা পর্যায়ে বা একবারে শেষে এসে যখন সেটা আবিষ্কৃত হয়, তখন পাঠকের জন্য তা এক বিরাট চমক হয়ে দেখা দেয়। শুধুতাই নয়, পাঠশেষে মনকে অনেকক্ষণ আবিষ্ট করে রাখে। আমরা বলে থাকি, আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। এটি স্রেফ কথার কথা নয়। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ, গ্রাম-শহর নারী পুরুষ ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে, সেদিন যার যার অবস্থান থেকে এই যুদ্ধে অংশ নিয়েছে। স্বাধীনতার জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছে।
সবাই মুক্তিবাহিনীতে নাম লিখিয়ে যুদ্ধ করেনি। এমনকি শত্রুর সহযোগীর ছদ্মাবরণেও কেউ কেউ দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের এই বহুমাত্রিক চরিত্রটিই ফুটে উঠেছে বইয়ের গল্পগুলোর মধ্য দিয়ে। কাহিনি বয়ানের দক্ষতার সঙ্গে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিরও পরিচয় পাওয়া যায় গল্পগুলোতে। রচনা হিসেবে গল্পগুলোকে যা ভিন্ন তাৎপর্য দিয়েছে। সেদিক থেকে আমাদের মুক্তিযুদ্ধের সাহিত্যে বাদল সৈয়দের ছোটগল্প সংকলন আকাশে অনেক মুখ এক অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।
প্রচ্ছদ: ধ্রুব এষ