
বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু ও মৎস্য খাতে উন্নয়ন প্রতিভাস
বাঙালি জাতির প্রজ্ঞাবান সূর্যসন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্মই হয়েছিলাে জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে। বঙ্গবন্ধু ভাবতেন সবার আগে দরকার খাদ্যের। খাদ্যের নিশ্চয়তা না দিতে পারলে সব উন্নয়ন কার্যক্রম বিফলে যাবে। সুতরাং নিজেদের প্রয়ােজনীয় খাদ্য নিজেরা উৎপাদন করতে হবে। তিনি তার দূরদর্শী কর্মকান্ডে অসংখ্য গঠনমূলক কাজে আলাে ছড়িয়েছেন এবং মৎস্য সম্পদের অমিত সম্ভাবনার কথা অনেক আগেই তিনি উপলব্ধি করেছিলেন।
বাংলাদেশে মৎস্যখাতে ক্রমবিকাশের সূচনা হয়েছিলাে জাতির পিতার হাত ধরেই। | জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র। ও শােষণমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ, স্বপ্ন ছিল সােনার বাংলার । সার্বজনীন ভােটাধিকারের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাক্কালে পাকিস্তান টেলিভিশন সার্ভিস ও | রেডিও পাকিস্তান কর্তৃক আয়ােজিত রাজনৈতিক সম্প্রচার' শীর্ষক বক্তৃতামালায় আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ২৮ অক্টোবর ১৯৭০ সালের ভাষণে এদেশের কৃষক, শ্রমিকসহ মেহনতি মানুষের স্বার্থ |
রক্ষার বিষয়টিই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়ােজন মেটানাের জন্যে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধনের প্রয়ােজন উল্লেখ করে তিনি বলেছিলেন, “ক্ষুদ্রায়তন ও কুটির শিল্পকে ব্যাপকভাবে উৎসাহ দিতে হবে। কুটির শিল্পের ক্ষেত্রে কাঁচামাল সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাঁতীদের ন্যায্যমূল্যে সূতা ও রং সরবরাহ করতে হবে। তাদের জন্যে অবশ্যই বাজারজাতকরণ ও ঋণ দানের সুবিধা করে | দিতে হবে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্রাকৃতির শিল্প গড়ে তুলতে হবে।
- নাম : বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু ও মৎস্য খাতে উন্নয়ন প্রতিভাস
- লেখক: কৃষিবিদ মোঃ লতিফুর রহমান সুজন
- প্রকাশনী: : রিদম প্রকাশনা সংস্থা
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ভাষা : bangla
- ISBN : 9789845200738
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020