
ধলপহরের আলো
চরাচর ডুবে আছে ঘোর আঁধারের বুকে সৃষ্টি প্রলয় সকলি লুকায় ইহার গুহায় নিদ্রিত চোখে অন্তর জাগে আর জাগে মহাকাল কখন দেখবে উঠেছে ফুটে ধলপহরের আলো।
আলো চাই আলো― উৎসহীনের কপাট খুলে প্রথম প্রহরের আলো অনন্তকালের আরাধনা শেষে দেখবে চক্ষু আজ মূর্ত হয়ে সামনে এসেছে সৃষ্টির সূচনা সকাল, চিরনীরবতা ভেঙে শুনবে অন্তর আজ সূর্য ওঠার শব্দের মৃদুল ঝংকার পুষ্প ফোটার শব্দের মধুর গুঞ্জন।
একাকার হয়ে আছে আকাশ জমিন সৃষ্টি স্রষ্টাময় ব্যাকুল বাসনায় সময় গোনে প্রাণের স্বপ্নচারী কখন জাগবে―কখন জাগবে―দৃষ্টিসীমায় ভোরের রূপসী ধলপহরের আলো।
এখান হতেই অভিযান শুরু প্রথম পদক্ষেপ যেতে হবে বহুদূর সীমাহীন পথ অথৈ সাগর নিঝুম পাহাড় গিরি গুহা পর্বত আরো দূর―আরো দূর―অজেয় আসমান।
প্রথম আলোয় প্রথম দৃষ্টি প্রথম দিনের বাণী আঁধার আলোর মহামিলনের আনন্দ মিছিল এবার গান হবে, অভিষেক হবে মৃতদের সাথে মৃতরা থাকুক তুমি এসে দাঁড়াও এখানে যেখানে জীবন হতে জীবন উৎসারিত যেখানে জাগে ধলপহরের আলো।
- নাম : ধলপহরের আলো
- লেখক: রেজা মোহাম্মদ সেলিম
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789848069837
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022