
নুন পান্তার গড়াগড়ি
শব্দ এবং অনুভূতির দ্রোহে গল্পের কাঠামো নির্মাণ করেন, বাংলা সাহিত্যের অনন্য কথাশিল্পী সেলিনা হোসেন। তিনি কেবল গল্প লেখেন না, গল্পের আখ্যানে বুনে দেন বাঙালি চেতনার সৌরগ্রাম। তাঁর সাম্প্রতিকতম গল্পগ্রন্থ নুন-পান্তার গড়াগড়ি। বইটিতে জায়গা পেয়েছে পনেরটি গল্প। প্রত্যেকটি গল্প চেতনার রক্তজবায় মোড়ানো। চিলির বিপ্লবী কবি পাবলো নেরুদা’র জীবনের আখ্যানের গল্প ‘নেরুদার কবিতা’ শেষ পর্যন্ত পৃথিবীর প্রান্তিক দলিত আর লড়াকু মানুষদের ন্যায়সংগত লড়াইয়ের আশ্চর্য হাতিয়ার হয়ে ওঠে।
‘মৃত্যুর সূত্র কী’ গল্প ময়মনসিংহ অঞ্চলের আদিবাসীদের লড়াই, বেঁচে থাকার আর্তি ও দমন পীড়নের বিরুদ্ধে শব্দের শিল্পিত কারুকাজ। আমাদের মানবিক সম্পর্ক কতো ঠুনকো, স্বার্থের সুই-সুতোয় আমরা কতোটা আবদ্ধ, তারই শ্রেষ্ঠ প্রজ্ঞাপন ‘ভাঙনের শব্দ’ গল্প।
প্রান্তিক বাঙালির জীবন- নুন-পান্তার জীবন। একজন আরজ আলী; শিক্ষক স্কুলের, বেতন দিতে না পাড়ায় মেয়ে কৌমার্য হারিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে। তিনি এসেছেন ঢাকায়, বেতন বাড়ানোর মিছিলে, পুলিশ রাজপথে ফেলে বুকের উপর রেখেছে বুট, নুন-পান্তার নির্মম গড়াগড়িতে ডুবে যায় চোখ, ডুবে যায় আবহমানকালের শিক্ষা এবং সমগ্র বাংলাদেশ। দরদ আর কাঠিন্যের কালিতে লেখা সেলিনা হোসেনের দগ্ধ মনের ক্ষুধিত গল্প ‘নুন-পান্তার গড়াগড়ি’। গোবরা মিয়া ‘ক্ষতিপূরণ’ গল্পের চরিত্র। জেলখাটা মানুষ দীর্ঘবছর বিনাকারণে জেল খেটে মুক্ত হয়েছে। চাইছে যৌবনের ‘ক্ষতিপূরণ’। কার কাছে? যে আইন তাকে বন্দি রেখেছে, সেই আইন তাকে ক্ষতিপূরণ দেবে? এভাবে মানবজীবনের নানা অনুষঙ্গ চিত্রিত হয়েছে বইয়ের অন্যান্য গল্পে।
সেলিনা হোসেনের গল্প মানে চেতনার ইতিহাস, ভূগোলের প্রকৃতি, সুন্দর ও অসুন্দরের লড়াই, জল ও কাদার মতো মিশে থাকার পানপাত্র। পাঠক কেবল গল্প-ই পাঠ করেন না, পাঠ করেন জীবনবোধ নিংড়ানো ক্যানভাস।
- নাম : নুন পান্তার গড়াগড়ি
- লেখক: সেলিনা হোসেন
- প্রকাশনী: : কথাপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 159
- ভাষা : bangla
- ISBN : 9847012004111
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ : 2017