পদ্ম পাতার প্রেম
আরিজ খাওয়া শেষ করে অদ্ভুতভাবে নিজের রুমে চলে গেল। কী যেন একটা হয়েছে! ইদানীং উলটা-পালটা কাজ করছে। খানিক পর আজনিহাও রুমে গেল। শাশুড়ি কিছু বললেন না। তিনি যেতে চেয়েছিলেন আরিজের রুমে। কিন্তু ভাবলেন, মেয়েটা দেখুক না-হয়! এভাবে যদি ওদের সম্পর্কটা ঠিক হয়।
আজনিহা রুমে গিয়ে দ্রুত আরিজের কপালে হাত রাখল। আরিজ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। উত্তর দিল না।
তোমার কি জ্বর এসেছে? এভাবে হুট করে উপরে চলে আসলে কেন? রেডি হয়ে তো নিচে নামলে। প্রতিদিনের মতন আমি তো ভাবলাম তোমার চোখ যাবে সোজা বাইরের দিকে। কিন্তু আজকে উলটো ঘুরে ঘরে আসলে যে?’
আরিজ কপাল থেকে আজনিহার হাত সরিয়ে দিল। হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, ‘একটা কথা বলব তোমাকে। ভাবছি আমাদের সম্পর্কটাকে এভাবে টানা ঠিক হবে না। সম্পর্কের একটা গতি করা উচিত।’
আজনিহার বুকটা ধক করে উঠল। কোনোভাবে আরিজ কি ডিভোর্সের কথা তুলবে? তবে কি আর আশা থাকবে না? যতই ঝগড়া ঝামেলা হতাশা বা কোনোকিছু হোক। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্কের একটা পরিণতি ছিল। বিয়ে নাম ছিল। একটা আশা ছিল, কোনো একদিন এই সম্পর্কের কথা মনে করে হলেও আরিজ স্বাভাবিক হবে। আগের সম্পর্ক মনে করে ফিরে আসবে। কিন্তু ডিভোর্স হয়ে গেলে তো সবরকমের লড়াই, আশা... সব শেষ!
- নাম : পদ্ম পাতার প্রেম
- লেখক: মাইশা মেরাজ দিশা
- প্রকাশনী: : স্বরবর্ণ
- ভাষা : bangla
- ISBN : 9789843585462
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





