

আসমান যে গল্প জীবনের চেয়েও বড়
========= কাহিনী সংক্ষেপ =========
“কখন তুমি বুঝবে যে তোমার কাছে আল্লাহর সাহায্য আসছে। এটা তখন, যখন তুমি ধৈর্য ধরার ক্ষমতা লাভ করছ।”
সাধারণ এক জীবন ছিলো ওমারের। স্কুল, বির্তক প্রতিযোগীতা, স্কুলের পর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাঁধনহারা জীবন আর সাথে প্রেমিকার হাতের ছোঁয়া। ওমারের কাছে যেন এর চেয়ে সুখের জীবন আর কি হতে পারে!? কিন্তু পার্থিব সেই সুখ আর মোহের দুনিয়া মুহূর্তেই ভেঙ্গে গেল আকষ্মিক এক দুর্ঘটনায়। যে দুর্ঘটনা তাকে বিচ্ছিন্ন করে দিলো তার হৃদয় জুড়ে থাকে লামিয়া থেকে। লামিয়াকে ঘিরে থাকা ওমারের দুনিয়াটা হঠাৎই হয়ে যায় খাঁ খাঁ করা বিশাল এক মরুভূমি। যে মরুভূমি শুধু এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করতে থাকে। একসময় সে হারিয়ে যায় রুশোর ঘোর লাগা নেশার দুনিয়ায়। কিন্তু যে হৃদয় আল্লাহর ঘর, সেই ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু থাকলে কি আর সেখানে প্রশান্তি আসে? সেই প্রশান্তিরই খোঁজার রাস্তা তাকে বাতলে দেন বৃদ্ধ পেশ ইমাম মাওলানা ইসহাক আব্দুর রহমান। কিংবদন্তি বলে হ্যামিলিনের বাঁশিওয়ালার বাঁশির সুরে মুগ্ধ হয়ে শহরের সকল শিশু মোহাচ্ছন্ন হয়ে বাঁশিওয়ালার পিছনে ছুটতে ছুটতে পাহাড়ে হারিয়ে যায়। আর ওমার হৃদয়ের প্রশান্তির খোঁজ পেয়ে পাড়ি দেয় দেশ-দেশান্তরে। কারণ খোদ সেই মানব হৃদয়ের মহান পরাক্রমশালী ও দয়ালু মালিক যে এখন তার হৃদয়ের স্বআসনে আসীন!
“মানুষ চায় সবাই না হোক অন্তত ‘কেউ একজন’ তাকে বুঝুক। হাজারো সম্পর্কের ভেতর দিয়ে মানুষ আসলে সেই কেউ একজনকেই খুঁজে বেড়ায়। এই খোঁজার জার্নিটাই জীবন।”
========= পাঠ প্রতিক্রিয়া ==========
সাধারণের মধ্যেই আসলে লুকিয়ে থাকে অসাধারণ কিছু। এই ব্যাপারটি বইটির ক্ষেত্রে যেন পুরোপুরি মানানসই। বইটি উপহার হিসেবে পাওয়া “ব-তে বই” নামক অনলাইন বুকশপ হতে। প্রচ্ছদ দেখে খুব একটা ভালো না লাগলেও "যে গল্প জীবনের চেয়েও বড়ো" সেটা যাচাই করতেই বইটি শুরু করলাম। যেভাবে কাহিনী শুরু হয় তা শুনলে নিছক একটি প্রেম বা ব্যর্থতা বা নেশার দুনিয়ার গল্প মনে হলেও বইয়ের কাহিনী যত এগোতে থাকে বিষয়বস্তু শুধু পরিবর্তনই নয়, হতে থাকে থাকে গভীর হতে গভীরতর। পাঠকের মধ্যে চিন্তার খোরাক লাগানোর পাশাপাশি কাহিনীর এক অদম্য আকর্ষণে বইটি একসময় হাত থেকে রেখে দেয়াটাই খুব কঠিন হয়ে যায়। কিভাবে ছোট্ট একটা উপন্যাস বা অতি সাধারণ গড়পড়তা একটা শুরু যে এতো অসাধারণ একটা উপন্যাস হয়ে গেলো তা ভাবতেই অবাক লাগছে। আর শেষটা যে এত সুন্দর হবে তা আসলেই আশাতীত ছিলো। বইয়ের শেষে বিচ্ছেদ বা দুঃখ পেয়ে এতদিন খারাপ লেগেছে, আর এবার শেষের মিলন দেখে ওমারের মতো চোখে পানি চলে এসেছে। আর অবশেষে স্বীকার করতেই হলো যে, আসলেই এটা জীবনের চেয়েও বড়ো গল্প।
প্রোডাকশনঃ বইয়ের প্রচ্ছদ আমার কাছে মোটেই ভালো লাগেনি। বইয়ের বিষয়বস্তু যতটা না গভীর, প্রচ্ছদ সেই তুলনায় কিছুই নয়। আমি পেপারব্যাক এডিশনটা পড়েছি। কাগজের কোয়ালিটি আর একটু ভালো হওয়া দরকার ছিলো বলে মনে করি।
- নাম : আসমান
- লেখক: লতিফুল ইসলাম শিবলী
- প্রকাশনী: : নালন্দা
- পৃষ্ঠা সংখ্যা : 152
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- ISBN : 9789849382218
- প্রথম প্রকাশ: 2019
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন