
সেদিন মেঘলা ছিল
এমন সময় ঢংঢং শব্দ জানান দিল রাত দুটো বাজার। চিন্তা-ভাবনার দোলাচলে ভোর আসে। নতুন আরো একটি দিনকে স্বাগত জানায় মর্মপীড়ায় আহত এক দম্পতি।ছোট্ট একটা শিশু বাবা-মাকে এমন চরম শিক্ষা দেবে-তা ওর ধারণার বাইরে ছিল।
ভেতরে একটা অপরাধবোধ এমন করে কাজ করছে যে, মনে হচ্ছে এই মুহূর্তে গিয়ে বাবাকে ফিরিয়ে আনবে। সবাই একসঙ্গে আনন্দে, হৈ-হুল্লোর করে পার করবে দিন।বর্ষার চোখ মুহূর্তে পানিতে ভরে ওঠে।
বুঝে উঠতে পারে না যে, কবে এমন কী পুণ্য করেছিল যে, তার ফল আজ এভাবে পাচ্ছে। আল্লাহ্ কাছে অশেষ শোকর-গোজারি করে।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন