রিয়াদুস সালেহীন ৩য় খণ্ড
প্রসঙ্গ কথা রিয়াদুস সালেহীন সপ্তম হিজরী শতকের অন্যতম সেরা হাদীস বিশারদ ইমাম মুহিউদ্দীন ইয়াহ্ইয়া আন্-নববী (র)-র শ্রেষ্ঠ অবদান। সহীহ হাদীসগুলো মন্থন করে ব্যবহারিক জীবনের সাথে একান্তভাবে সংশ্লিষ্ট প্রায় দু’হাজার হাদীস চয়ন করে তিনি এই গ্রন্থটি রচনা করেন। নৈতিক চরিত্র গঠন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যাবতীয় কর্মকাণ্ডের পরিচ্ছন্নতা অর্জনের ক্ষেত্রে এই হাদীসগুলো অমূল্য পাথেয়।
সবগুলো হাদীস গ্রন্থ চর্চা করার সময় ও সুযোগ যাদের নেই এই সংকলনটি তাঁদের তাৎক্ষণিক প্রয়োজন মেটবার জন্য যথেষ্ট। এই মূল্যবান গ্রন্থটির অনুবাদ বাংলাভাষী ভাই-বোনদের হাতে তুলে দেবার প্রয়োজনীয়তা অনুভব করে আমরা কয়েকজন বিদগ্ধ আলিমকে অনুবাদ কাজে নিয়োজিত করি। আল্লাহ্র অশেষ শুকরিয়া যে তারা যথাসময়ে এর অনুবাদের কাজ সম্পন্ন করতে পেরেছেন।
আল্লাহ্ রাব্বুল ‘আলামীনের অশেষ অনুগ্রহে আমরা চৌদ্দ শ’ আঠার হিজরী সনের রমযান মাসে এর প্রথম খণ্ড, চৌদ্দ শ’ ঊনিশ হিজরী সনের রমযান মাসে দ্বিতীয় খণ্ড এবং চৌদ্দ শ’ বিশ হিজরী সনের রবিউস সানী মাসে এর তৃতীয় খণ্ড প্রকাশ করেছি। পুনঃসংশোধনের পর এবার আমরা এর পরিমার্জন সংস্করণ প্রকাশ করছি।
আল্লাহ্ রাব্বুল ‘আলামীন গ্রন্থকারের এই খিদমত কবুল করে তাঁকে বিপুলভাবে পুরস্কৃত করুন! আর এই গ্রন্থে অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনায় যার যতটুকু সময় ও শক্তি-সামর্থ্য নিয়োজিত হয়েছে তা তাঁর দীনের খিদমত হিসেবে কবুল করুন!
- নাম : রিয়াদুস সালেহীন ৩য় খণ্ড
- লেখক: মোহাম্মদ মোজাম্মেল হক
- লেখক: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী রাহিমাহুল্লাহ
- অনুবাদক: আবদুল মান্নান তালিব
- সম্পাদনা: মোহাম্মদ মোজাম্মেল হক
- সম্পাদনা: মুহাম্মদ মূসা
- সম্পাদনা: মাওলানা মোঃ আতিকুর রহমান
- প্রকাশনী: : বাংলাদেশ ইসলামিক সেন্টার
- পৃষ্ঠা সংখ্যা : 275
- ভাষা : bangla
- ISBN : 9843108558
- শেষ প্রকাশ : 2012