
খনার বচন ও কৌটিল্যের নীতিশাস্ত্র
‘খনার বচন ও কৌটিল্যের নীতিশাস্ত্র’ শিরোনামের এই বইটি সম্পাদনা করেছেন মোবারক সালমান। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। অধিকাংশ গবেষকদের মতে খনার বচন ৭ম শতাব্দীরও পূর্বে রচিত হয়েছিল। এই রচনাগুলো চার ভাগে বিভক্ত। ভারতের আসাম থেকে নিয়ে সমগ্র বাংলাদেশসহ ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা পর্যন্ত খনার বচনের উপস্থিতি লক্ষ করা যায়। সিংহলি ভাষায় রচিত মহাবংশ নামক গ্রন্থের মাধ্যমে জানা যায় যে, খনা রাজবংশেই জন্মগ্রহণ করেছিলেন। শুভক্ষণে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম রাখা হয় ক্ষণা বা খনা। আরো জনশ্রæতি আছে যে, খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে। এমনকি, তিনি রাজা বিক্রমাদিত্যের সভার নবরতেœর দশম সদস্য ছিলেন বলে কথিত। বরাহমিহির-এর পুত্র মিহির তার স্বামী ছিল বলেও কিংবদন্তি কথিত আছে। পÐিত বরাহের খনার পাণ্ডিত্যে ঈর্ষান্বিত হয়ে পড়েন।
তিনি তার পুত্রকে ডেকে বলেন, ‘খনার জিভ কেটে এনে আমার পদতলে বিসর্জন দাও।’ পিতৃ-আদেশ পালনে মিহির খনার জিহ্বা কর্তন করেন। অতিরিক্ত রক্তক্ষরণে বিদুষী খনার মৃত্যু হয়। খনা অংশের সূচিতে লেখক যুক্ত করেছেন- প্রাসঙ্গিক আলোচনা, খনার বচনের ঐতিহাসিকতা ও পরিব্যাপ্তি, খনার পরিচয়, কিংবদন্তির আলোকে খনা, গবেষণার দৃষ্টিতে খনার পরিচয়, খনার বচনের ভাষা, পাঠান্তর ও বচনসংখ্যা, খনার বচনের সংখ্যা, ধর্ম ও শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে খনার বচনের মূল্যায়ন, খনার বচনের সারসংক্ষেপ। এছাড়া রয়েছে তিনটি অধ্যায়। খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দে তৎকালীন ভারতবর্ষের তক্ষশীলায় জন্মগ্রহণ করেন মহামতি কৌটিল্য। খ্রিস্টপূর্ব ২৮৩ অব্দে বিহারে তাঁর মৃত্যু ঘটে। তার মূল নাম বিষ্ণুগুপ্ত। ছদ্মনাম কৌটিল্য। চানক গ্রামে জন্ম নেয়ায় তাকে চানক্য বা চাণক্যও বলা হয়ে থাকে। অধ্যাপনার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। এছাড়া মৌর্য বংশের উপদেষ্টা ও প্রধানমন্ত্রী পদেও তিনি নিযুক্ত ছিলেন। তাঁর নীতিবোধ-শিক্ষা খুবই উচ্চাঙ্গের ও মানবিকতার গুণে প্রশংসিত ছিল। তাঁর একটি সংকলন হলো ‘চাণক্য নীতি দর্পণ’। অর্থশাস্ত্র ও চাণক্য নীতি নামক দুটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। সম্পাদক এ অংশে সূচিবদ্ধ করেছেন- কৌটিল্যের জীবনী ও কৌটিল্যের নীতিশাস্ত্র। এছাড়া বইটিতে রয়েছে খনার বচনের শব্দার্থ, ব্যাখ্যা-বিশ্লেষণ ও শাস্ত্রীয় আলোচনা।
- নাম : খনার বচন ও কৌটিল্যের নীতিশাস্ত্র
- লেখক: মোবারক সালমান
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- ISBN : 9789848069219
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2021