
একফালি রোদের সন্ধানে
জীবনের এই রঙ্গমঞ্চে আমরা ছোটো-বড়ো, বাস্তব-কাল্পনিক স্বপ্ন দেখে বড়ো হই। স্বপ্ন আমাদের হাতছানি দিয়ে ডাকে। আমরা স্বপ্নের পেছনে দৌড়াই। কোনো কোনো স্বপ্ন পূরণ হয়, আবার অনেক স্বপ্নই অধরায় থেকে যায়।
ছেলেবেলায় স্বপ্ন দেখতাম আকাশটাকে ছুঁয়ে দেখার, পাখি হয়ে উড়ার, অনেক বড়ো হওয়ার, বদলে যাওয়ার। এখন আর সে-সব স্বপ্ন তাড়া করে না। তাই বলে কি স্বপ্ন দেখা বারণ? না, স্বপ্ন দেখতে হবে। তবে সে স্বপ্ন বড়ো হওয়ার নয়; মানুষ হওয়ার। বদলে যাওয়ার নয়; বদলে দেওয়ার। আকাশটাকে ছুঁয়ে দেখার নয়; আকাশের মতো উদার হওয়ার, সাগরের মতো বিশাল হওয়ার। এই যে এত স্বপ্ন দেখা, এই স্বপ্নগুলো শুধু ইচ্ছের নয়; বরং এই স্বপ্নগুলো একটি লক্ষ্য। যেখানে আমাকে পৌঁছাতেই হবে.
“একফালি রোদের সন্ধান” লেখকের প্রথম বই। বইয়ের লেখাগুলো তার আবেগ, অনুভূতি, কল্পনা আর উপমাহীন স্বপ্নের এক পুষ্প-কানন। যে কাননে প্রতিটি লেখাই একেকটা ফুল।