স্বপ্ন সময় মধ্যবিত্ত পরিবারের প্রেমের গল্প
ফাতেমা সাইফুল বীনু রচিত উপন্যাস ‘স্বপ্ন সময়’ একটি মধ্যবিত্ত পরিবারের নিবিড় আলেখ্য। যেখানে উঠে এসেছে এই শ্রেণির মানুষের দৈনন্দিন টানাপোড়েন, হাসি-কান্নার কোলাজ, আর স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। এই উপন্যাস- জীবন যে সবসময় মসৃণ পথে চলে না, সেই কঠিন সত্যটিকে তুলে ধরেছে। ‘স্বপ্ন সময়’-এর কেন্দ্রীয় বিষয়বস্তু হলো সংগ্রামী জীবন। নানা ঘাত-প্রতিঘাতে যখন জীবন কঠিন রূপ নেয়, তখনও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার কাহিনি শোনায় এই আখ্যান।
এখানে দেখা যায়, প্রতিক‚লতার মধ্যেও চরিত্রের সদস্যরা স্বচ্ছ হৃদয়ে পথ চলে, কাউকে কষ্ট না দেওয়ার নীতিতে অবিচল থাকে। মধ্যবিত্ত পরিবারের সদস্যরা প্রতিনিয়ত যে নানাবিধ যুদ্ধে লিপ্ত- ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যার বিরাম নেই। সেই ক্লান্তিকর বাস্তবতার নিখুঁত চিত্রণ রয়েছে এখানে। ‘স্বপ্ন সময়’ উপন্যাসটি শেখায়, জীবনে চড়াই-উতরাই, উত্থান-পতন থাকবেই, কিন্তু থেমে যাওয়া চলবে না। কঠিন পরিস্থিতিতে মনকে শক্ত মাটির উপর দাঁড় করানোর যে শক্তি প্রয়োজন, তা আমাদের নিজের ভেতরেই সুপ্ত। শুধু প্রয়োজন সঠিক সময়ে সেই শক্তিকে আপন ইচ্ছায় ব্যবহার করা। কঠিন বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায়, দ্বিধা না রেখে আপন ইচ্ছায় তা মোকাবিলা করার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। ‘স্বপ্ন সময়’ হলো সেই সব হোঁচট খাওয়া মধ্যবিত্ত পরিবারের গল্প, যারা বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে।
এই উপন্যাসের প্রতিটি পাতায় পাঠক খুঁজে পাবেন জীবনের এক কঠিন মাটিতে লাঙ্গলের আঁচড় কাটার মতো এক কঠোর, অথচ আশাবাদী যাত্রার প্রতিচ্ছবি। এটি কেবল একটি পরিবারের গল্প নয়, এটি লক্ষ লক্ষ মধ্যবিত্ত মানুষের অব্যক্ত সংগ্রামের প্রতিধ্বনি, যেখানে স্বপ্ন আর বাস্তবতা হাত ধরাধরি করে চলে।
- নাম : স্বপ্ন সময়
- লেখক: ফাতেমা সাইফুল বীনু
- প্রকাশনী: : প্রতিভা প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- ISBN : 9789842913099
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





