আমার নিশি চন্দ্রবিহীন
আমার নিশি চন্দ্রবিহীন
জীবন আমার চূর্ণ এখন
নেই তো পরিপূর্ণ এখন
কাটছে সময় বিষাদে,
তোমার আকাশ আলোয় আলোয়
তারায় তারায় ভালোয় ভালোয়
দীপ্ত মুখর কী সাধে!
আমার নিশি চন্দ্রবিহীন
স্বপ্নবিহীন কাটছে তো দিন
এখন আমি নিঃস্ব তো,
তোমার বাগান ফুলে ভরা
অলিকুলের হুলে ভরা
রঙিন তোমার বিশ্ব তো।
নিস্তরঙ্গ বুকের নদী
দুঃস্বপ্ন নিরবধি
দু-কূল ভাঙার খেলায় আজ,
নেই মমতা ভালোবাসা
বন্ধ আমার মুখের ভাষা
তোমার অবহেলায় আজ!
- নাম : আমার নিশি চন্দ্রবিহীন
- লেখক: জি. এম গোলাম মোস্তফা
- প্রকাশনী: : নব সাহিত্য প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2024
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





