
ইট দ্যাট ফ্রগ! গড়িমসি অভ্যাস ত্যাগ করা এবং অল্প সময়ে আরও বেশি কাজ দক্ষভাবে সম্পন্ন করার ২১টি বাস্তবসম্মত উপায়
ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রগ!
তথা সবচেয়ে কঠিন কাজ দিয়ে আরম্ভ করুন-এ বইয়ের ইংরেজি তৃতীয় সংস্করণে দ্বিতীয় সংস্করণের কিছু অনুচ্ছেদ বাদ দিয়ে এবং নতুন কিছু অনুচ্ছেদ যোগ করে প্রকাশ করা হয়েছে। আমরা পাঠকের সুবিধার্থে উভয় সংস্করণের সব অনুচ্ছেদ সংগ্রহ করে এখানে যুক্ত করে দিয়েছি। আশা করি, পাঠক গুরুত্বপূর্ণ কোন বক্তব্য থেকে বঞ্চিত হবেন না।
মার্ক টোয়েন একদা বলেছিলেন, ‘যদি প্রতিদিন সকালে একটি জীবন্ত ব্যাঙ খাওয়ার মাধ্যমে কারও দিনের সূচনা হয়, তাহলে দিনের বাকি সময়টায় তার মনে এমন সন্তুষ্টি বিরাজ করবে যে, এর তুলনায় খারাপ অভিজ্ঞতার সম্মুখীন তাকে হতে হবে না।’ টোয়েন এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, প্রতিদিনের শুরু করুন সবচেয়ে কঠিন কাজ দিয়ে। আপনি যদি দিনের শুরুতেই কঠিন কাজ দিয়ে আরম্ভ করেন এবং তা সম্পন্ন করেন, তবে সারাদিন এই সন্তুষ্টি নিয়ে কাটাবেন যে এরচেয়ে কঠিন কাজ আর কিছু হতে পারে না। নিজের মধ্যে কঠিন কাজ সম্পন্ন করার শক্তি ও সাহস বিরাজ করবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
ব্রায়ান ট্রেসির এ বই মূলত গড়িমসি অভ্যাস ত্যাগ করা এবং অল্প সময়ে আরও বেশি কাজ দক্ষভাবে সম্পন্ন করার কলাকৌশল নিয়ে লেখা হয়েছে। এখানে ২১টি বাস্তবসম্মত উপায় নিয়ে সাবলীল ও সহজভাবে আলোচনা করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নিজে এসব উপায়, সূত্র ও নীতি কাজে লাগিয়ে উপকৃত হয়েছি। তাই এসব উপায়, সূত্র ও নীতি পাঠকদের উপকারার্থে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা পাঠকের সাফল্য যাত্রায় সারথি হতে এই সামান্য অবদান রাখতে পেরে আনন্দিত। পাঠকের জীবন সমৃদ্ধ হোক।
- নাম : ইট দ্যাট ফ্রগ!
- লেখক: ব্রায়ান ট্রেসি
- অনুবাদক: ফারহা আহমেদ
- অনুবাদক: ফজলে রাব্বী
- প্রকাশনী: : সাফল্য প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- ISBN : 978-984-95357-2-0
- প্রথম প্রকাশ: 2021