
অর্ধাঙ্গিনী
এভাবে তাকিয়ে কি দেখছেন? আমার সুন্দর ভবিষ্যৎ। তুমি জানো আমার জন্য তুমি কি? আপনার জন্য আমি সুনয়না চৌধুরী। উঁহু! আমার জন্য তুমি আমার পৃথিবী। তোর চাহনিতে যদি থাকে পৃথিবীর সমস্ত আলো,তবু তুই হৃদয়ে জ্বলতে থাকিস এক অক্ষয় প্রদীপ হয়ে। তুই হাসলে যেন আকাশের কালো মেঘ কেটে যায়, গোলাপের পাপড়িরা চাঁদে রূপ নেয়। তোর চোখে জ্বলতে থাকে এক সন্ধ্যা প্রদীপ, যেখানে আমি হারাই, তুই সব জানিস।
তবুও কেন? তোর নীরব ভাষা! তোর সে নিরবতা, আমার বুকের ভিতর আঁকে হাজার কষ্টের ভেলা। তুই যদি তাকাস, আমি যেন থমকে দাঁড়াই, তোর আলোয়। সে আলোয় ঘুরে যায় আমার পৃথিবী। বেশি কিছু চাওয়া নেই, তুই পাশে থাকলেই, জীবন হবে শত ডানার প্রজাপতি। নয়না চুপটি করে এসে জিয়ানের বুকে মাথা রাখলো৷ আপনি কি সত্যি আমাকে এতো ভালোবাসেন?
তুমি ছাড়া আমি শুন্য, তোমাতেই আমি পরিপূর্ণ। নয়না জিয়ানের ঠোঁটে আঙ্গুল রেখে বলে, "এতো বেশি ভালোবাসতে নেই। বেশি ভালোবাসার স্থায়িত্ব কম হয়। দ্রুত আয়ু ফুরিয়ে যায় অতিরিক্ত ভালোবাসার৷
- নাম : অর্ধাঙ্গিনী
- লেখক: নুসাইবা ইভানা
- প্রকাশনী: : নয়া উদ্যোগ
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025