
স্বদেশে পরবাসী
স্বদেশে পরবাসী শব্দ দুটো অর্থের দিক থেকে বিপরীতধর্মী হলেও অন্তর্নিহিত ব্যঞ্জনায় কাছাকাছি, ব্যঙ্গে এবং আন্তরিকতায়। ব্যঙ্গ ভালােবাসার, শাসনের চাবুকের, সােহাগেরও। স্বদেশ কেবল নির্দিষ্ট সীমানার ভূখণ্ডই নয়; স্বদেশ আমার চিন্তা-চেতনার, স্বদেশ আমার সাহিত্যের, শব্দের। স্বদেশ মানে নিজস্ব ভুবন। যেখানে স্বকীয়তা নির্বিবাদে চারিয়ে দেয়া যায়, যে ধুলােয় মাথা লুটিয়ে আনন্দ। বিদেশী নাগরিকত্বে হয়তাে ক্ষণিকের মােহ আছে, তৃপ্তি আছে, কিন্তু গৌরব নেই। সে নাগরিকত্ব তেমন অনুভূতির জন্মদাতা নয়, যার সঙ্গে নাড়ির যােগ, টান দিলেই জন্ম-জন্মান্তরের অমৃতের কলস উঠে আসে। বরং গ্লানির উঁচমুখাে কাঁটাটা উঁচিয়ে রাখে যা প্রতি মুহূর্তে এক ফোঁটা রক্ত ঝরায়। কিন্তু আমরা যারা স্বদেশে পরবাসীর গ্লানি অনুভব করি? পরবাসী মাটির কাছে, প্রকৃতির কাছে, মানুষের কাছে। পরবাসী সাহিত্যের বিশাল ভূখণ্ড গদ্যের কাছে। পরবাসীর এ বেদনা এবং গ্লানি একজন লেখকের সবচেয়ে বেশি তীব্র। এ যাতনা তাঁর প্রতি মুহূর্তের চেতনার বিনষ্টি ঘটায়।
- নাম : স্বদেশে পরবাসী
- লেখক: সেলিনা হোসেন
- প্রকাশনী: : গ্রন্থরাজ্য
- পৃষ্ঠা সংখ্যা : 208
- ভাষা : bangla
- ISBN : 978984936178
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2018