
বঙ্গবন্ধু ও বাংলা ভাষা
বাঙালি জাতির অতীত গৌরবগাঁথায় সমৃদ্ধ। শিকড় না থাকলে বৃক্ষ যেমন দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি অতীত ইতিহাস এবং ঐতিহ্যের সঠিক ও সত্যনিষ্ঠ মূল্যায়ন না জানা থাকলে, না করতে পারলে জাতির অস্তিত্ব বিপন্ন হয় বলেই প-িতজনেরা মনে করেন। আমাদের বাঙালি জাতিত্তার বিকাশধারার অনুধাবনে বঙ্গবন্ধু, মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে একনিষ্ঠ ও নিবিড় পাঠের কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে যেমন বাংলা ভাষা ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ আমাদের স্বাধীনতা আন্দোলনের গতিধারার সঙ্গে বঙ্গবন্ধুর জীবনের গতিধারা অবিচ্ছেদ্যভাবে জড়িত। বঙ্গবন্ধু ধীরে ধীরে সাহসিকতা আর প্রজ্ঞা দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশকে স্বাধীন করাই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। ফলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে। শহীদ হওয়ার পূর্বক্ষণটিতেও তিনি বাংলা ভাষা, বাংলাদেশ ও জাতির কল্যাণের কথা অন্তর দিয়ে ভেবেছেন, অকৃত্রিম আন্তরিকতায় নিরলসভাবে কাজ করে গেছেন। বাঙালি জাতির প্রাণপুরুষ হিসেবে বঙ্গবন্ধুর বিরল ভূমিকা আমাদের অনিঃশেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল। নাগরিক হিসেবে আমরা গর্বিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের জন্য। গবেষকদের মতে, শেখ মুজিব ধর্মনিরপেক্ষতার রাজনীতি নিয়ে যখন মাঠে নামেন, তখন থেকেই তিনি ভাষা আন্দোলনকে ভিত্তি ধরে এরপর ছয় দফা আন্দোলন থেকে শুরু করে পর্যায়ক্রমে তার সঙ্গে মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন।
এরই ধারাবাহিকতায় শেখ মুজিবের নেতৃত্বে একটি যুদ্ধের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার চেতনায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। বাংলা ভাষা ও বঙ্গবন্ধুর সম্পর্কের সেতুবন্ধন উপস্থাপনার প্রয়াসে পরিশ্রমী গবেষক, শিক্ষক আবদুল্লাহ আল মোহন রচিত ‘বঙ্গবন্ধু ও বাংলা ভাষা’ প্রবন্ধ গ্রন্থটি আগ্রহী পাঠকের মনন চিন্তায় দাগ কাটবে, বঙ্গবন্ধু চর্চ্চাকে এগিয়ে নেবে বলেই গভীরভাবে আশাবাদী।
- নাম : বঙ্গবন্ধু ও বাংলা ভাষা
- লেখক: আবদুল্লাহ আল মোহন
- প্রকাশনী: : অন্যধারা
- ভাষা : bangla
- ISBN : 9789849658931
- বান্ডিং : hard cover
- পৃষ্ঠা সংখ্যা : 80