আনারকলি
ডালিম ফুলের খুশবুতে মোর মনের বাগান ভরা!
পথ ভুলে কে দূর দেশ হতে এলে তুমি মনোহরা?
চাঁদের মতো মুখ গো তোমার, অধরে ইষত হাসি,
কথায় তোমার কাব্য ঝরে, কে গো তুমি, মধুভাষী?
তব রূপ দেখে হৃদয় আমার হয়েছে আজ উজালা,
বেহেস্তি হুরী জমিনে যেন, কে গো তুমি,
মধুবালা? হৃদয়ে তব জ্বলিতেছে সদা দোদুল্যমান জ্যোতি,
আনত লোচনা, মোতি সম তুমি সতী পুণ্যবতী!
মায়ায় ভরা স্নিগ্ধ শীতল তোমার যুগল আঁখি,
সেই মোহেতেই বন্দী হয়ে বেহুঁশ হয়ে থাকি।
নীলাভ আভার চোখ দুটি তব, মনে জাগায় নেশা;
কত কথা হায়, জমা আছে তায় ভালোবাসায় মেশা!
কী মায়াবী লাগে আহা, তোমার কোমল চাওয়া।
তাই কি গো আজ বইছে ধীরে বাসন্তী রং হাওয়া?
- নাম : আনারকলি
- লেখক: জাবিদ হাসান অভিক
- প্রকাশনী: : দাঁড়িকমা প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 48
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





