 
            
    তোমার জন্য হিজলফুল
ফ্ল্যাপ:
যে মেয়েটা চুলে খোঁপা করে থাকে,
একদিন খোলা চুলে তাকে দেখলে,
নির্দ্বিধায় বলে ফেলা যেত,
তোমাকে খোলা চুলেই বেশি মানায়, জানো তো?’
এই যে বলে ফেলা যেত
শুধু বলতে জানলে না।
কেন বলতে জানলে না?
এই আক্ষেপ নিয়েই হয়তো,
একটা মানুষ তোমার থেকে
অবলীলায় দূরে চলে যাবে নিশ্চুপে।
তুমি হয়তো তা টেরই পাবে না,
কিংবা ভাবতেও পারবে না।
- নাম : তোমার জন্য হিজলফুল
- লেখক: ফারজানা রাহা
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 48
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025
            লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন
        
        

 
  
                 
                 
                 
                 
                 
                 
            




