

থিমেটিক তাফসির
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ও প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, সালাত ও সালাম রাসূল স. এবং কিয়ামত পর্যন্ত তার সকল অনুসারীদের প্রতি। ‘কুরআন ৩০ ফর ৩০’ নামের এই সিরিজ আলোচনা এখন প্রতি রমজানের ঐতিহ্যে পরিণত হয়েছে, যা লিখিত ও ভিডিও মাধ্যমে শত-সহস্র মানুষকে উপকৃত করছে। সিরিজটির উদ্দেশ্য হল মুসলিমদেরকে কুরআন ও এর শিক্ষার সাথে গভীর থেকে সম্পর্ক তৈরি করে দেওয়া। এই রমজানে এর পঞ্চম সিজন প্রকাশিত হবে, ইনশা আল্লাহ। আমরা পূর্বেকার চারটি সিরিজের আলোচনা নোট একত্রে একটি গ্রন্থে রূপ দিয়েছি।
আমরা গ্রন্থটিকে ত্রিশটি অধ্যায়ে ভাগ করেছি, কারণ আল কুরআন মোট ত্রিশ পারায় বিভক্ত। আর প্রত্যেক অধ্যায়কে পুনরায় চারটি উপ-অধ্যায়ে বিভক্ত করেছি; এর প্রতিটি এক একটি সিজনের প্রতিনিধিত্ব করে। প্রথম সিজনে আলোচিত হয়েছিল আল কুরআনের ‘একনজরে বিষয়বস্তু’, দ্বিতীয় সিজনে ‘সীরাহ’ সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও সূরাগুলো, তৃতীয় সিজনে ‘শেষবিচারের দিন’ এবং চতুর্থ সিজনে ‘কুরআনীয় বিশ্বদর্শন’ সম্পর্কিত আলোচনা। এই গ্রন্থে আমরা প্রত্যেক পারায় চারটি দৃষ্টিকোণ থেকে আলোচনা দেখতে পাবো।
ভূমিকার বাঁকি অংশে আমরা আলোচনা করব, গ্রন্থটি ভালোভাবে বোঝা এবং সর্বোচ্চ উপকার লাভের জন্য দরকারী পরিভাষা সম্পর্কে। যেখানে থাকবে তাফসির, সীরাহ, আসবাব আন নুযূল এবং থিমেটিক তাফসিরের পরিচয়। তাফসির তাফসির হলো আল কুরআনের ব্যাখ্যা ও গভীর অর্থ অন্বেষণের জন্য জ্ঞানের বিশেষ শাখা। এক শতাব্দীরও অধিক সময় ধরে অনেক বিশেষাজ্ঞ কুরআনের ব্যাপারে গবেষণা এবং গভীর চিন্তাভাবনা করেছেন, যার ফলশ্রুতিতে লেখা হয়েছে হাজার হাজার পৃষ্ঠার ব্যাখ্যাগ্রন্থ। তাফসিরের এই জ্ঞানের জগতের কোনও শেষ নেই, চৌদ্দশত বছর ধরে প্রায় প্রতি বছরই নতুন নতুন নীতি-পদ্ধতি সম্বলিত গ্রন্থ রচিত হচ্ছে। এই গভীরতাই বলে দেয় আল কুরআনের অলৌকিক বৈশিষ্ট্যের কথা এবং আল্লাহর বক্তব্যের অসীম প্রকৃতির প্রতিফলন ঘটায়।আসবাব আন নুযূল আসবাব আন নুযূল হলো, কোনও নির্দিষ্ট আয়াত কী কারণে এবং কখন নাযিল হয়েছিল, তার বর্ণনা। আল কুরআন দীর্ঘ তেইশ বছর ধরে বিভিন্ন প্রেক্ষাপটে নাযিল হয়। এই সময়কালে, অনেক সূরাহ এবং আয়াত রাসূল স. এর জীবনের নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়। সেসব ঘটনা সাহাবিরা বর্ণনা করেছেন এবং তার মাধ্যমে গড়ে উঠেছে বর্ণিত তাফসিরের একটি বুনিয়াদি অংশ। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এবং উপলক্ষ্য সরবরাহের মাধ্যমে এসব বর্ণনা আমাদেরকে আল কুরআনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।
কুরআনের সঠিক বোঝাপড়া তৈরির জন্য এসব বর্ণনা অত্যান্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করবো, এই বইয়ে এমন অল্পকিছু বর্ণনার উল্লেখের মাধ্যমে আমাদের সময়ে এ সংক্রান্ত অধ্যয়নে পুনরায় জোরারোপ করতে সাহায্য করবে। একটি আয়াত অথবা সূরাহ নাযিল হবার কারণ যখন জানা থাকে, কুরআনের গভীরতা এবং সৌন্দর্য্য ধারণ করা তখন সহজ হয়ে যায়।সীরাহ এই প্রেক্ষাপটে সীরাহ দ্বারা উদ্দেশ্য হল রাসূল স. এর জীবন, যেখান থেকে আমরা অনুপ্রেরণা হাসিল করতে পারি। পৃথিবীর মাটিতে পদরেখা এঁকে যাওয়া সর্বশ্রেষ্ঠ মানুষ কাহিনী এটা। সীরাহ এবং কুরআন পরস্পর সরাসরি অঙ্গাঙ্গী ভাবে সম্পর্কিত। ইসলাম প্রচারের সুদীর্ঘ তেইশ বছরের প্রতিটি পর্যায়ে রাসূল স. অবশ্যম্ভাবী ভাবে কোনও না কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যার কারণে নির্দিষ্ট আয়াত কিংবা সূরাহ নাযিল হয়। এই কারণে অনেক আসবাব আন নুযূলের বর্ণনা সীরাতের গ্রন্থগুলোতেও পাওয়া যায়। তাফসিরের অঙ্গনে নববী আদর্শের যে মৌলিক ভূমিকা রয়েছে, তা উপলব্ধি করাতে এই বইয়ে সীরাতের প্রতি ফোকাস দেওয়ার মাধ্যমে আমরা পাঠকদের মাঝে নবুওয়ত (কুরআন) এবং নবী উভয়ের সংলগ্ন বোঝাপড়া তৈরির আশা রাখি।গ্রন্থটি ব্যবহারের উপায় বিভিন্ন ভাবে বইটি পাঠকদের উপকার করতে পারে। আমরা এটাকে ব্যবহার করতে পারি সংশ্লিষ্ট ভিডিও লেকচার সিরিজের পরিপূরক হিসেবে অথবা রমজান কিংবা অন্য সময়ে কুরআন অধ্যয়নের সহকারী হিসেবে। আপনি এটাকে আল কুরআনের মৌলিক অর্থগুলো স্মৃতির সাথে মিলিয়ে নিতে ব্যবহার করতে পারেন অথবা আপনার শিশুকে কুরআনের শিক্ষার সাথে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন।
আমরা লেখার ক্ষেত্রে খেয়াল রেখেছি, সহজ কথায় কীভাবে কুরআনের গভীর বোঝাপড়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। আমরা আশা করছি, পাঠক এখান থেকে সবধরণের উপকার লাভ করতে পারবেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, তাঁর কথার প্রচার ও ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের এই সামান্য প্রচেষ্টা তিনি যেন কবুল করেন। তাঁর কাছে আমাদের সবধরণের ভুলত্রুটির ক্ষমা এবং অক্ষমতাকে উপেক্ষা করার আবেদন জানাই। সেইসাথে, গ্রন্থটি বাস্তবে রূপ দিতে খরচ হওয়া সকল পরিশ্রমের কবুলিয়াতও প্রার্থনা করি।
আমরা আল্লাহর কাছে এই কাজটির কবুলিয়াত এবং গ্রন্থটি সকলের হিদায়াতের উপকরণ বানিয়ে দেওয়ার আর্জি পেশ করছি। এটি যেন কিয়ামতের দিন মিযানের পাল্লাকে ভারী করে দেয় এবং আমাদের পাপরাশি ক্ষমার উপলক্ষ্য হয়। আমিন।
- নাম : থিমেটিক তাফসির
- লেখক: শায়েখ আবু মুআবিয়া ইসমাইল কামদার
- লেখক: ওমর সুলেইমান
- অনুবাদক: জাকির হোসাইন
- প্রকাশনী: : মুসলিম ভিলেজ
- পৃষ্ঠা সংখ্যা : 336
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025