অবেলার চিঠি
ফ্ল্যাপ
আমাদের জীবনে বলতে না পারা সুখকথা কিংবা দুঃখকথা অথবা মনের অজস্র না বলা বাক্য, হৃদয়ের লিখতে- লিখতে এক সময় তা আমরা কাগজে লিখে দেই। সেসব কথা অথবা বাক্য অভিযোগ- অনুযোগ, পাওয়া- না পাওয়া, ভালোবাসা- বিষাদ কিংবা সন্মানের বাক্য হয়ে পৌছে যায় প্রাপকের ঠিকানায় বেলায়- অবেলায় চিঠি হয়ে।
ভেবে দেখেছেন কি? চিঠির যুগ কত কত দূরে ফেলে এসেছি। এখন আমরা আধুনিকতার ভিড়ে কাগজে লেখা অনুভূতির কথা অথবা বাক্য হারাতে বসেছি। মূলত সেসব এখন রূপকথার কিৎস্যার ন্যায় সুন্দর।
কিন্তু ব্যতিক্রমী তারা— যারা আদি সৃষ্টি বাঁচিয়ে রাখেন। একদল সৃজনশীল মানুষ রাশেদুল ইসলামে'র সম্পাদনায় শব্দের পর শব্দ জোড়া দিয়ে 'অবেলার চিঠি' শিরোনামে চিঠি সাহিত্য নিয়ে একত্রিত হয়েছেন। যা আমাকে রীতিমতো মুগ্ধ করেছে, কারণ তাদের সবার লেখা পড়ে আমি একটা বাক্য উপলব্ধি করেছি, পৃথিবীতে দুঃখ নীরব সুন্দর; সুখ বিজোড়।
- নাম : অবেলার চিঠি
 - লেখক: মোহাম্মদ রাশেদুল ইসলাম
 - প্রকাশনী: : বইমই প্রকাশনী
 - পৃষ্ঠা সংখ্যা : 80
 - ভাষা : bangla
 - ISBN : 9789849820635
 - বান্ডিং : hard cover
 - প্রথম প্রকাশ: 2024
 

 
                
                
                
                
                
                
            



