
আমার বিশ্বাস
আমার বিশ্বাস’ নামে আমার শিল্প-সাহিত্য-জৈবনিক দৃষ্টিবাহী একটি লেখা লিখেছিলাম ১৯৮২ সালে। ‘দৈনিক ইত্তেফাক’-এর সাহিত্যপৃষ্ঠায় পরপর দুসংখ্যায় বেরিয়েছিল (১৬ এবং ২৩শে আগস্ট ১৯৮২ সালে)। পরে লেখাটির এক সংক্ষিপ্ত রূপ প্রকাশিত হয় কলকাতার ‘কাফেলা’ (জ্যৈষ্ঠ ১৩৮৯) পত্রিকায়। এ বছর (১৯৮৩) মোটামুটি কাছাকাছি সময়ের মধ্যে লিখলাম আত্মবিশ্লেষক তিনটি রচনা : ‘আমার কবিতা’, ‘আমার গদ্য,’ এবং ‘আমার কথকতা’। লেখাগুলি প্রকাশিত হয়েছে নতুন পত্রিকা ‘সাহিত্য’ এর তিনটি সংখ্যায় (প্রথম, দ্বিতীয় ও চতুর্থ সংখ্যায়)।
এই প্রণয়নগুলি সম্ভব হয়েছে কবি বন্ধু আনওয়ার আহমদের আন্তরিক ও বিরামহীন তাগাদায়। এখন গ্রন্থাকারে প্রকাশিতও হচ্ছে তাঁরই সৌজন্যে। আমি কৃতজ্ঞ। সবমিলিয়ে একটি-কোনো দৃষ্টি এই সমস্ত লেখা থেকে পাঠকের চোখে স্পষ্ট হবে, বিনীত এই আশা রাখি।
- নাম : আমার বিশ্বাস
- লেখক: আবদুল মান্নান সৈয়দ
- প্রকাশনী: : ঐতিহ্য
- প্রথম প্রকাশ: 2025
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন