
আধুনিক বিশ্বে জীবনের প্রকৃত অর্থ ও অন্যান্য প্রবন্ধ
জীবনের অর্থ কী? এই প্রশ্নটি এক সময় মানুষজন করত না। কেউ কেউ বিভিন্ন রূপকথায় বিশ্বাস করত, কেউ বা আবার ধর্মীয় বিশ্বাসে জীবনের অর্থ খুঁজে পেত। জীবনের অর্থ নামক প্রশ্নই ছিল অনুপস্থিত। বরং অনেকাংশে এটি ছিল স্বতঃসিদ্ধ ব্যাপার। কিন্তু আধুনিকতার যুগে এসে মানুষের দুনিয়া-দর্শন পাল্টে যায়। রূপকথায় মানুষের বিশ্বাসে ফাটল ধরে। ধর্মীয় চিন্তাকে অতিক্রম করতে শুরু করে মানুষ। তারপর উত্তরাধুনিকতা এসে প্রশ্ন করাকেই প্রশ্নবিদ্ধ করে। ব্যক্তি-স্বাতন্ত্র্যবাদ পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠা করে। জীবনে বেঁচে থাকার অর্থই সে হারাতে শুরু করে। জীবনটা হয়ে পড়ে অন্তঃসারশূন্য। জীবনের অর্থ নতুনভাবে সৃষ্টির প্রচেষ্টা কিংবা জীবনের অর্থের প্রশ্নই পুরোপুরি এড়িয়ে যাওয়ার যে প্রবণতা লক্ষণীয়, লেখক সেগুলো উপস্থাপনের মাধ্যমে নিজের যাত্রা শুরু করেছেন। বিশেষত ফরাসি দার্শনিক লুক ফেরীর লিখনীতে তিনি নিজ মনোযোগ কেন্দ্রীভূত করেছেন। শেষে এসে জীবনের অর্থ প্রসঙ্গে ইসলামের সমাধানও ব্যক্ত করেছেন তিনি। বিষয়টির উপর লেখক নাতিদীর্ঘ একটি বই রচনা করেছেন Syll as একলা একলা তেল শিরোনামে। আর নিজের দীর্ঘ বইটির সারকথাকে তিনি একটি প্রবন্ধে নিয়ে এসেছেন। সংক্ষিপ্ত এই প্রবন্ধটি বাংলাভাষীদের সামনে উপস্থাপন করার প্রয়োজন অনুভব করছিলাম। আধুনিকতা আমাদের জীবনকে যেভাবে গ্রাস করেছে এবং গভীর প্রভাব ফেলেছে, তা লেখক নিজের লেখা অন্যান্য প্রবন্ধেও ফুটিয়ে তুলেছেন। লেখকের একজন একনিষ্ঠ পাঠক হিসেবে আমি কিছু প্রবন্ধ চয়ন করে সেগুলো অনুবাদ করে একটি আলাদা বই হিসেবে সংকলন করলাম। আশা করি প্রবন্ধগুলো পাঠকদের নতুন করে ভাবা শেখাবে। কখনো যদি মনে হয় লেখকের আরো কিছু প্রবন্ধের সমাহার অনুবাদ করা যায়, তাহলে পরবর্তীতে কিছু অনুবাদ করে সংকলনের ইচ্ছা রাখি। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের কাজগুলো কবুল করেন, আমাদের ভুলগুলো ক্ষমা করেন, আমাদের কাজকে লৌকিকতামুক্ত রাখেন, আমাদেরকে তার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করেন। আমীন।
- নাম : আধুনিক বিশ্বে জীবনের প্রকৃত অর্থ ও অন্যান্য প্রবন্ধ
- লেখক: আব্দুল্লাহ আল-উহাইবি
- অনুবাদক: আব্দুল্লাহ মজুমদার
- প্রকাশনী: : দারুল কারার পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025