স্মরণের প্রান্তরে ছোটবেলা
লেখক শামসুন নাহার একটি বর্ণময় জীবনের পথ পাড়ি দিয়ে এসেছেন। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে নেত্রকোনার এক সবুজ গাঁয়ে জন্ম নিয়ে, পিতামাতার স্নেহে এবং অপার স্বাধীনতায় যে বালিকার বেড়ে ওঠা, সে একসময়ে উচ্চ বিদ্যালয়ের গ-িতে প্রবেশের জন্য টাঙ্গাইল শহরে এক পরমাত্মীয়ের আঙিনায় পাড়ি জমান। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে যে কিশোরী ভর্তি হন, তার ভিতরে জ্ঞান আহরণের আকুতি, নিজেকে উচ্চতর জীবনের জন্যে তৈরি করার আগ্রহ, বিদ্বান শিক্ষকদের কাছ থেকে যথাসম্ভব অর্জন করে নেওয়ার ইচ্ছা- কোনোটিরই কমতি ছিল না।
তবে গাঁয়ের আলো-বাতাস আর মমতায় বেড়ে ওঠা এক দামাল কন্যা শিশু কীভাবে শহুরে পরিবেশে মানিয়ে নেয়, ষাটের দশকের সামাজিক প্রেক্ষাপটে এটি একটি বিবেচ্য বিষয় ছিল। লেখক খুব দক্ষতার সাথেই জীবনের প্রাথমিক লগ্নের সেই ধাপ উৎরে যান এবং এই প্রতিষ্ঠানেই তাঁর ব্যক্তিত্ব পূর্ণতা লাভ করে, জীবনের ভিত গড়ে ওঠে। শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করে লেখিকার জীবনের চার দশক পাড়ি দেওয়ার অনুপ্রেরণা এবং স্বপ্নময়তার শেকড়ে যে ছোটবেলা, তা নিয়েই এই বই রচিত হয়েছে।
- নাম : স্মরণের প্রান্তরে ছোটবেলা
- লেখক: শামসুন নাহার হোসেন
- প্রকাশনী: : নালন্দা
- পৃষ্ঠা সংখ্যা : 200
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022