
নেলসন ম্যান্ডেলা
“নেলসন ম্যান্ডেলা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ পৃথিবীতে নেলসন ম্যান্ডেলাই একমাত্র নেতা যার জীবনের অধিকাংশ সময়ই কেটেছে বন্দি অবস্থায়। তবে মুক্ত ম্যান্ডেলার চাইতে বন্দি ম্যান্ডেলা আরাে বেশি শক্তিশালী ছিলেন। তিনি চেয়েছিলেন আফ্রিকাকে উপনিবেশমুক্ত করতে। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন খনি ও প্রাকৃতিক সম্পদের লােভে ইউরােপের দখলদারদের শাসনে কেটেছে তার শৈশব। শৈশবের গ্লানি তাকে উৎসাহিত করেছে।
স্বজাতিকে মুক্ত করবার। খুব কঠিন কাজ ছিল সেটা। কথা বলবার স্বাধীনতা ছিল না। তবুও সব ভয়কে তুচ্ছ করে ম্যান্ডেলা কথা বলে গেছেন। ফলে তাকে জীবনের সূদীর্ঘ সময় কাটাতে হয় রুবেন দ্বীপের কারাগারের নির্জন কক্ষে।
তবুও তিনি ভেঙে পড়েননি। একে একে হারিয়েছেন প্রিয়জনদের। সেই শােককে তিনি পরিণত করেছিলেন শক্তিতে। তার। বন্দিত্বই পথ দেখায় দক্ষিণ আফ্রিকাকে। তার হয়ে কাজ করেছেন তার স্ত্রী উইনি ম্যান্ডেলা। ভেতরে ম্যান্ডেলা বাইরে উইনি। তার সংগ্রাম আর বন্দিতু আর কল্করুদ্ধের বিরুদ্ধে সগ্রামের কাহিনি বর্ণনা করা হয়েছে এই বইতে।
- নাম : নেলসন ম্যান্ডেলা
- লেখক: জাহেদ সরওয়ার
- প্রকাশনী: : কথাপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- ISBN : 9847012005293
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2016