

দেয়াল ভেঙে দেখি
‘স্তব্ধতার দেয়াল টেক/ দুয়েকটি শব্দ আমার অন্ধত্বকে/ উপহাস করে’— এই গ্লানিবোধ বুঝি সকল মানুষেরই। ব্যক্তি, সঙ্ঘ, সমাজ, রাষ্ট্র— সবখানে আজ দেয়ালের অনিবার্য আড়াল। প্রকৃত কবির অন্বেষা নিয়ে তারেক রেজা এই আড়াল ভাঙতে চান, খুলে দেখতে চান দেয়ালের অন্তরাল। যেখানে ‘ভীড় ঠেলে দেখি— ভেতরে ভীষণ ফাঁকা/ খা-খা রোদ্দুর’। প্রেমের নিকটে গিয়েও কবির হতাশ্বাস— ‘স্বপ্নগুলো গুমরে মরছে/ মৃন্ময়ী নখের কাছে’। এই ভাবে পেঁয়াজের খোসা ছেঁড়ার মতো আড়াল খুলতে-খুলতে কবির বেদনার্ত উপলব্ধি : ‘মুখোশের আড়ালে কেউ আর অক্ষত নই’।
এমনই উন্মোচন আর নির্মম সত্যের সমবায়ে রচিত কবির এ কাব্যগ্রন্থ। তারেক রেজা তার পূর্ববর্তী কাব্যগুলো কোনো-না-কোনো বিশেষ আঙ্গিকে সাজিয়েছেন— কখনো সনেট, কখনো লিমেরিক, কখনো পুথি, কখনোবা নয় পিক্তর ভেতর নিজেকে গেঁথে দেওয়ার প্রয়াস। কিন্তু এবারের কাব্যগ্রন্থে তিনি গ্রহণ করেছেন বৈচিত্র্যময় আঙ্গিক— রূপে, ছন্দে, ভাষায়। এ-ও বুঝি কবির নিজস্ব দেয়াল ভাঙার আর্তি! আশা করি, এই ভাঙন ও উন্মীলনের আয়নায় পাঠক নিজেকেও আবিষ্কার করবেন— অচেনাকে চেনার আনন্দে। ড. হিমেল বরকত বাংলা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- নাম : দেয়াল ভেঙে দেখি
- লেখক: তারেক রেজা
- প্রকাশনী: : আদর্শ
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- ISBN : 9789849266303
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2018